Thanks for standing with me in rain...
Thanks for being my crime partner...
Thanks for make my day..
-
যাচ্ছি চলে আয়নার অবয়বের মধ্যে...
সব কিছু নকল দেখতেই আমি পা... read more
যখন কারো প্রতি নির্ভরতা বেড়ে যায়,
কেনো যেনো তার তখনই সেই মায়াজাল ছেড়ে বেরিয়ে যাওয়ার মন করে....
-
হয়তো আবেগে
খুঁজেছিলে খুশি
মনের আবেশ
চোখে এসেছিল হাসি
আলোর অভাবে
নেই সে ছায়া-
কেন এত দিশেহারা মন
কেনো এতো বাহুল্য হতাশার
আমি তো হারিয়ে যাবো কিছু দিনে দূরে ওই কংক্রিটের জঙ্গল
কেউ তাকিয়ে দেখে না যেখানে আকাশে
শব্দের খোঁজ আর হয়তো কেউ করবে না
আর জলে মুখচ্ছবি পড়বে না
কেউ তাকিয়ে থাকবে না আর জানলার দিকে
কিংবা হয়তো কেউ নেবে স্বস্তির নিঃশ্বাস কেউ হয়তো গুছিয়ে লিখতে বসবে আবার সেই ছিন্ন হারা খাতা
বহু পথ যে রাস্তা থেকে বেরিয়ে যায়....
তাতে নতুন রাস্তা এসে মিশলে আবার কি সে নিজেকে হারায়
হয়তো তাই-
A craziness and a madness
what took every stress and depression
In a blink of an eye
No earthly thing can buy or make it
It's a heavenly thing...!-
আকাশ থেকে নেমে আসেনি ভালোবাসা
পৃথিবী আজও শুষ্ক ঠোঁটে অপেক্ষায়
ইশারায় কথা হয় ইতি-উতি
কৃষ্ণচূড়া নির্বাসিত উপেক্ষায়-
লেখকের কলমের আঁচড়
বানভাসি মনে এঁকে বেঁকে আনে অদৃশ্য বিদ্রোহ
যা মন কে বিক্ষিপ্ত করে দেয়
এই বিক্ষিপ্ত বিরহ
কালো নদীতে ভাসা প্রদীপের পাশের নোনা জলে মিশে
চিরক্ষত করে দেয় মনের ভাঙা-চোরা প্রান্ত টা-