Amrita Paul  
196 Followers · 40 Following

Joined 9 April 2019


Joined 9 April 2019
26 MAR 2020 AT 11:51

বিপন্ন আজ আমার শহর
মানব সমাজ গৃহবন্দি
জানিনা এর নাম কি দেবো
স্বেচ্ছা নির্বাসন না শনির অভিসন্ধি ....

~ অমৃতা পাল

-


25 MAR 2020 AT 17:54

একলা বিকেল চায়ে চুমুক
পরিযায়ী ঘরবন্দি
তেত্রিশ কোটি দেব-দেবীর
এ কেমন অভিসন্ধি...

ভেবো না এতে জব্দ হবে
এতো সহজে মর্ত্যধাম
স্বর্গলোকে আসছে বিপদ
বলে রাখলাম আগাম..

Corona রোগী স্বর্গে গিয়ে
ছড়াবে চীনা ভাইরাস
দেখো কিরকম লাগে তখন
ডাকছ নিজের বাঁশ...

সময় আছে এখনো প্রভুগণ
শুধু ভাবো একবার
মর্ত্য লোকে চলতে পারে না
দীর্ঘ দিন এই অনাচার.....!

-


25 MAR 2020 AT 15:31

কাল সকাল কে দেখেছি
তবু আশায় বাঁধি ঘর
আগামী দিনে হবে কি
ভাবনায় কেন মত্ত পরস্পর...???

এত আতঙ্ক আজ বলো কেন
আগামী সদাই অজানা
ঘরে থাকো....সুস্থ থাকো
যেন পরে না হয় অনুশোচনা...!

ছোট্ট জীবন প্যানিকে মুড়ে
বাঁচবে আর কদিন
সবাই নিয়ম মেনে চললেই
আসবে দেখো সুখের দিন .....♡

~ অমৃতা পাল

-


8 MAR 2020 AT 0:11

ফাগুনের রঙ লাগুক মনে
রঙিন মুখোশ হোক উন্মুক্ত
মন মাতুক রঙের ভেলায়
দরজায় কড়া নাড়িয়ে এবার
"ওই বুঝি এলো বসন্ত"

রঙের ছোঁয়া লাগুক প্রাণে
দখিনা বাতাস আজ করুক নৃত্য
বিনাশ হোক অরাজকতার
শুদ্ধ হোক এবার সমাজতন্ত্র ।।

হিংসার রঙ কেবলই লাল
হোক না এবার রঙ বদল
আমার তোমার ভাবনা জুড়ে
বিরাজ করুক শ্বেত কমল ।।

সমাজের যত দুঃখ গ্লানির
হোক না'হয় আজ'কে ইতি
ভালো থাকুন, ভালো রাখুন
এই হোক হোলির আগাম প্রতিশ্রুতি ।।

-


27 JUN 2019 AT 10:14

।। প্রাক্তন ।।

আজ তুমি জানি'না কোথায়...আছো কতো দূরে
মন আজও সকাল সাঁঝ, তোমায় মনে করে
বেশ তো ছিলেম আমার জগতে, হঠাৎ কেন এলে
রাখতে যখন পারবে না মিছে স্বপ্ন কেন দেখালে...

তোমার ইশারায় মন, যখন সযত্নে বুনেছে মায়াজাল
তোমার মাথায় চলছে তখন বাঁধন ছাড়ার খেয়াল
অবশেষে যা হওয়ার হলো....হলো ছন্দপতন
আমায় নিঃস্ব করে কি পেলে বলো,ওগো প্রাক্তন...!

-


26 JUN 2019 AT 17:55

পা রাখতেই গা ছমছম।

রবীন্দ্র সরোবরে ট্রেন ঢুকতেই হঠাৎ পড়লো কাটা...

একটু আগেই পাশে ছিল মানুষটা।

-


26 JUN 2019 AT 11:14

হাড়ভাঙা খাটুনি
ভাতের লড়াই
নারীশ্রমিক, সেলাম তোমায়...!

-


22 JUN 2019 AT 11:42

মনে মনে সে আজও কি আমায় ভালোবাসে
সে কি জানে এখনও আমার মন খারাপের কারণ সে
হাসলে জেনো কোন মধুর স্মৃতি,মন আমার আওরাচ্ছে

-


22 JUN 2019 AT 11:02

ঘুম ভাঙলো দেরীতে।

চোখ মেলতেই মালিনী "হ্যাপি বার্থডে" বলে এগিয়ে দিল মাংসের বাটি।

"দেখো তোমার মত হলো কিনা...লবঙ্গ, ছোট এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা সব দিয়েছি "

-


22 JUN 2019 AT 10:07

আজ বৃষ্টি আসুক শহর জুড়ে
মন আবার হোক তোলপাড়,
তুমি আসো কেবল আমার স্বপ্নে
বাস্তবেও তোমায় দরকার ।।

বরষা তুমি কি ক্ষুব্ধ আজ
মনে জমা অভিমান,
হঠাৎ হঠাৎ দু-চার ফোঁটায়
থাকে নাকি সম্মান ।।

ঈশান কোণে মেঘ জমলেই
আজও হৃদয় আনচান,
বইলো যদি দমকা বাতাস
চাতক চোখে নিচ্ছি তোমার নাম ।।

এতো করে সাধছি
তবু গলছে না পারদ,
আমায় তাড়া করে বেড়াচ্ছে
এক অজানা অপরাধবোধ ।।

অনেক তো হলো
এবার না'হয় মুষলধারে ঝরো
সব ভুলে আজ না'হয়
আমাদের আপন করো...♡

-


Fetching Amrita Paul Quotes