Sampurna Saha   (©Sampurna)
252 Followers · 40 Following

আমি মানুষে শব্দ মেশাই।☺
Joined 15 March 2018


আমি মানুষে শব্দ মেশাই।☺
Joined 15 March 2018
22 FEB 2022 AT 10:31

হার-জিত

-


8 MAY 2020 AT 19:56

"মাঝে মাঝে তব দেখা পাই,চিরদিন কেন পাই না"

নাহ্,আমরা তোমার দেখা পেয়েছি
আমাদের রাগ, দুঃখ, প্রেম সকল অনুভূতিতে-
তোমার গানের 'খেয়া'য় ভেসেছি বহুদূর
অমলিন তোমারে পেয়েছি 'শেষের কবিতা'তে।
তোমার হংস 'বলাকা' পাড়ি দিয়েছে
খোয়াই নদীর তীরে,
তোমার 'তালগাছ' আজও একপায়ে
দাঁড়িয়ে আমার নষ্টনীড়ে।
'সানাই'এর সুরে বিচ্ছেদ যখন
'সঞ্চয়িতা' বুকের মাঝে;
কত 'কথা ও কাহিনী' মনে পড়ে যায়
'স্মরণ' করি সকাল সাঝেঁ।
'পোষ্টমাষ্টার' একাকী আজও
কোন দূরের সেই মফঃস্বলে,
'ছিন্নপত্র' 'ডাকঘর' এ আজ
'ছুটি'র কথাই কেবল বলে।
'কাবুলিওয়ালা' ডাক দিয়ে যায়,
'খাপছাড়া' কোন বিকেলবেলা-
'রাজা ও রানী' 'মণিহারা' আজ
'বিসর্জন'এর বিদায় বেলা!
'গীতাঞ্জলি'র নোবেলজয়ী,
'নাইট' উপাধি করেছ ত্যাগ
কিছুজনের তুমি 'চোখের বালি'
তবু বিশ্বকবির 'মুকুট' হয়নি ভাগ।
বাঙালির কাছে চিরনূতন তুমি
লিখেছ 'শিশু ভোলানাথ';
তুমি আমার সবটা জুড়ে,প্রাণের রবীন্দ্রনাথ॥

-


28 OCT 2021 AT 23:16

পরিচয়

কলমে- সম্পূর্ণা সাহা

-


11 OCT 2021 AT 21:36

To touch the inner me.

-


20 JUN 2021 AT 19:16

একবার জয়দেবের মেলায় হারিয়েছিলাম, ওরা নাম হেঁকেছিল বাবার;
হারিয়ে যেও না আর কখনও, সেদিনের সেই ঘোষক শুনেছি ফেরার।

-


15 JUN 2021 AT 17:34

প্রতিরাতে একটার পর একটা ওয়েব সিরিজ দেখার সময়,
Me- এই এপিসোডটাই লাস্ট। এরপর পাক্কা ঘুমিয়ে পড়ব।
My ঘুম To Me-

-


14 JUN 2021 AT 14:34

মুহূর্তের কাছে বারেবারে হেরে যায় স্মৃতি;
আসলে দুঃখ বা সুখ সবই ভ্রমের প্রতীতি।

-


14 JUN 2021 AT 11:31

ক্ষয়ে যায় সময়, ভুলে যায় শোক
রয়ে যায় দাগ শুধু, চাপা পড়ে স্তোক।

-


6 JUN 2021 AT 21:37

কান্না বুঝি তরল রুপ কাঁটার
বালির মতো দুঃখ ঝরে পড়ে,
যে আলো ধাঁধিয়ে দেয় চোখ
সে আলো কি পথ দেখাতেও পারে!

জেব্রা ক্রসিং-এ আটকে পড়া মন
তুলসীতলায় শঙ্খ বাজায় দূরে,
গুনতে গিয়ে হারিয়ে ফেলা তারা
হিসেব মেলায় জীবন নদীর পাড়ে।

-


31 MAY 2021 AT 18:36

-


Fetching Sampurna Saha Quotes