বিশ্ব আজ ভরে গেছে স্বার্থপরের বিষে,
তবুও তাদের মানতে হবে বন্ধু বলে হেসে।।-
আমিও নিতে পারতাম নতুন ঠিকানার আশ্রয়।
তবে কি জানো, তোমার মতো ঠিকানা পরিবর্তন করতে শিখিনি।-
এই সমাজ সত্যি খুবই সার্থপর!!
প্রথমে অভ্যাস করিয়ে দেয়
তারপর বলে ভুলে যেতে।।-
সম্পর্ক গুলো স্বার্থ খোঁজে
মানুষগুলো আজ বিবেকহীন,
হাসিমুখ সব বদলে গিয়ে
কেমন যেনো ধূসর - মলিন।
-
এই সমাজে সততার মূল্য
দিতে চায় না কেউ_!?
উপকার ফুরোলেই আমি
হারিয়ে যাওয়া সমুদ্রের ঢেউ_!!-
ব্যস্ততার এই জীবন যুদ্ধে,
কে কার দুখ সুখের খবর রাখে!
সে তো সর্থের টান!যে বার বার,
তোমার কাছে তারা ছুটে আসে।।-
সে কখনো আমাকে নিয়ে গভীর স্বপ্ন দেখে না।
সে বার বার মুখে বলে আমি তুমায় ভালোবাসি, আমিও তার কথামতো সবসময় সেইটা বিশ্বাস করি। কারণ সে ভালোবাসার টানে না হোক মায়ার টানে আমার সাথে আছে।আমি চাই না তার মায়াটাকে খুন করতে, কারণ ত্যাগই প্রকৃত সুখ।
-আবীর-(মিথ্যে অনুভূতি)
-
--খুব কাছের মানুষটাও নিজের
স্বার্থের জন্য বেঈমান হতে💔
--সময় লাগেনা।😒
-
সময়টা বড্ড সার্থপর......
সে তার মতো ঠিকই চলে যায়,
শুধু রেখেযায় তার সৃতি গুলো.......!-