কিছু মানুষ হুট করেই শান্ত হয়ে যায়, সবার অজান্তেই সরে যায় জীবন থেকে,
মানুষ থেকে, ভিড় থেকে।
যেমন শান্ত হয়ে যায় একসময়ের উত্তাল নদী।
হয়তো শান্ত বা সরে যাওয়াই একমাত্র পথ পাওয়া না-পাওয়ার হিসাবে।
প্রতিবাদের ভাষা সব সময় উচ্চ হয় না, নিঃশব্দও হয়।
-
Jubayer Ahmed
(©️ Jubayer Ahmed Æbîr ✍)
7 Followers · 16 Following
Life is wonderful journey
Joined 3 April 2020
27 JUN 2024 AT 20:50
13 AUG 2023 AT 7:52
রূপার ও নিক্কণে বাজিয়ে সুর, বেসুরে গায়কের কন্ঠে দরজার খীল।
চাঁদের আলোয় সাগর তলে রূপালী ঢেউ, বালির ঝড়ে স্বপ্নের মিল।-
8 MAY 2021 AT 7:35
আলো খুঁজতে খুঁজতে যখন একমাত্র সংঙ্গী হয়ে দাঁড়ায় অন্ধকার, তখন আর জীবনে আলো এসে ধরা দেয় না।
-
5 MAY 2021 AT 13:53
একরাশ অভিমান নিয়ে আমি একদিন হারিয়ে যাবো।
এমন ভাবে হারিয়ে যাবো যেন ফিরে আসার পথ না থাকে।
-
3 MAY 2021 AT 14:35
I miss you.
And I really miss everything about you.
I miss your eyes, I miss your smile,
But most of all I miss your voice.
I miss you my Love.-
3 MAY 2021 AT 8:44
ব্যস্ত মানুষদের সাথে পিরিতি নহে,
পিরিতি হবে সুশীল সুশীলাদের সঙ্গে।
-
3 MAY 2021 AT 8:32
টাকার অভাবে মানুষ মরে না ব্যক্তিত্বহীন হয়ে যায়,
কিন্ত, ভালোবাসার অভাবে মানুষ বেঁচে থাকতেই মৃত হয়ে যায়।
আবীর-(সে আসবে নীড়ে)
-