মুখের ওপর যতই বলি
তোমায় ছেড়ে , যেতে চাই!
রাখার মতো আগলে রাখলে
যাওয়ার সাধ্য আমার নাই।-
Anirban Sannyasi
(অ নি র্বা ণ)
80 Followers · 36 Following
Joined 30 May 2020
25 AUG 2020 AT 22:06
26 MAY 2021 AT 15:33
নদীর ঢেউ এ চঞ্চলতা নেই আর ;
স্রোতহীন ভাবটাই বরং মন কেড়েছে খুব ,
কথার ওপর জমছে কেবল কথা
বেশি বিলাসিতা এখন অভিমানের মুখ !
নিজের ওপর জমছে ক্ষোভের আস্তরণ
অভিযোগটাই শূন্য তোমার প্রতি ,
নিঃসঙ্গতা তাই বেশ অনেকটা আপন
দীর্ঘ নদীর শান্ত আপন গতি।
এখন আমি আকাশ কুসুম শুদ্ধ
উড়িয়ে বেড়াই সাদা খামের চিঠি ;
আঁচলের খুঁটেই বাঁধা নরম আদর
অবসানে তাই প্রহর গোনার রীতি।-
25 AUG 2020 AT 19:49
তুমি আমায় না বুঝলেও
আমি কিন্তু তোমায় অনেক বুঝি!
তোমার চোখের লুকোনো ভাষায়
তাইতো নিজের অস্তিত্ব খুঁজি।-
24 AUG 2020 AT 10:42
মনুষ্যত্বে ফিরুক ভাবনার আলো,
নারীর আপন সসম্মানে
আবার আকাশ প্রদীপ জ্বালো।-
16 JUL 2020 AT 14:47
আজও বেঁচে আছে মনে,কত শত আশা!
চাইনা কিছুই, শুধু একমুঠো ভালবাসা।-