santi ✍️❤️   (✍️Santi❤️)
194 Followers · 45 Following

read more
Joined 5 June 2018


read more
Joined 5 June 2018
31 OCT 2024 AT 18:38

তোমার শহর উল্লসিত ফানুস🪭 মোমবাতির🕯️ মাঝে, আমার শহর মেতে উঠেছে প্রদীপ শিখার আঁচে🪔

-


5 OCT 2024 AT 20:49

“যদি আবারও হয় দেখা “

যদি আবারও হয় দেখা-
কোন এক পথেরও বাঁকে
তবে জিজ্ঞেস করিব তাকে ।
কি কেমন আছো ?
নিশ্চয়ই ভালো ।
শুনেছি তোমার নাকি বিয়ে
এই আসছে ফাল্গুনে.....
তা বুঝি বাড়ির দেখা পাত্র ,
নাকি নিজেই দেখেছো এনে ?
পাত্র নিশ্চয়ই করে কোনো চাকরি ,
হ্যাঁ তা নয়তো মানবে কেন তোমার বাড়ি।
তাহলে আবার বেসেছো ভালো,
চুপ কেন প্রিয় বলো ?
মনে আছে সাদা কাগজে ভরা পরিস্থিতির নামে ভুলে- যাওয়া সেইসব প্রতিশ্রুতি ,
নাকি সবই ভুলেছো পেয়ে এক নতুন স্মৃতি ?
হবে হয়তো !
কেই বা রাখে মনে ,
ময়লা জমানো আছে এক কোণে।

-


13 JUL 2022 AT 21:15

পূর্ণিমার চাঁদ আজ বড়ই আনন্দিত। কারণ তাকে যে আজ সবাই বাহবা দিচ্ছে তার সৌন্দর্যের জন্য। আবার চাঁদের এই সৌন্দর্য দীর্ঘস্থায়ী নয়। চাঁদও চাই তার এই সৌন্দর্য যেনো দীর্ঘস্থায়ী হয়। কিন্তু কালের গতিতে আমরা সকলেই আবদ্ধ, চাঁদও তার ব্যতিক্রম নয়। 15 দিন পর চাঁদের এই সৌন্দর্য হারিয়ে যাই, গ্রাস করে অমাবস্যার অন্ধকার।

-


8 FEB 2022 AT 21:02

বাস্তবটা বড়ই কঠিন, প্রতি ক্ষণে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন।
হাল ছেড়ো না বন্ধু...

-


17 MAY 2020 AT 9:23

প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে দগ্ধ হয়েছি।
তৃষ্ণার্থ চাতকের মতো একবিন্দু জলের অপেক্ষায় রয়েছি।

-


1 JAN 2022 AT 16:53

A new year means a new chapter.I hope 2022 is an incredible part of your story.

-


28 OCT 2021 AT 9:29

অভিমান জমে থাকে
এক বেনামী চিলেকোঠায়!
কোথায় দগদগে তপ্ত বেদনার উপশম হয়,
মন ভোলানো হাসির ন্যায়।
সদ্য ঘুণ ধরা অভিমানও একদিন
চুক্তি করতে ব্যস্ত হয়ে পড়বে
ভালোবাসার চাদরে মোড়া হালকা নীল আকাশের ঠিকানায়।

-


25 JUN 2021 AT 9:54

”You can chain me, but you can never imprison my mind”
....M.gandhi

-


22 JUN 2021 AT 2:13

❤️ সম্পর্ক❤️

দুজন দুজনকে ভালোবাসলেই সম্পর্ক হয় না, “আমার অপমান যদি তোমাকে অপমানিত না করে। আমার সম্মান বজায় রাখার দায়িত্ব যদি তোমার উপর না বর্তায়,তবে সে সম্পর্কের সার্থকতা কোথায় বলতে পারো প্রিয়।”

-


29 MAY 2021 AT 20:24

লড়াইতো সবাই করতে চাই..!!

কারো লড়াই বেঁচে থাকার জন্য।
আর কারো লড়াই বিলাসিতার জন্য।

-


Fetching santi ✍️❤️ Quotes