Soumen Karmakar   (©সমাজ কবি)
10 Followers · 3 Following

read more
Joined 5 May 2020


read more
Joined 5 May 2020
22 MAY 2023 AT 16:36

যদি অভিমানী হয়ে করে আছো আড়ি
জীবনটা ভীষন আনাড়ি
আজ আছি কাল তো নাও থাকতে পারি 🖤

-


24 AUG 2022 AT 21:14

অভিযোগ কত আছে?
মনের অন্তরায়ের কথা বলো দেখি সব,
ছাইচাপা আগুনের মতন মননে থিতিয়ে রেখো না,
একটা চিঠিতে লিখে,গলিয়ে দাও চেরা বুকে
জমা দিয়ে যাও বহুল, যত পারো,
আকাশ-বাতাসের সঙ্গে সন্ধি,মরচে পড়া রূপে
উৎপীড়িত রোদ,শীতল সিক্ততার বৃষ্টি উপেক্ষা করে
নিকটেই দন্ডায়মান হয়ে আছি দাঁড়িয়ে,
বলো,শুনতে চাই রোজনামচা'র অভিযোগ।

-


11 JAN 2022 AT 20:31

FB:- @SoumenKarmakarwriter
IG:- @Soumen_Karmakar_Official

-


30 DEC 2021 AT 9:30

FB:- @SoumenKarmakarWriter
IG:- @ISoumenkmk

-


22 DEC 2021 AT 15:33

FB: @SoumenkmkWriter
IG: @Soumen_Karmakar_Official

-


10 DEC 2021 AT 9:25

কে কি বললো! তাতে কান দেওয়ার দরকার নেই
তোমার মন যা বলবে,তাও করো,

কারণ,জীবনটা একান্ত তোমার,অন্যের না—!🍁😊

-


8 DEC 2021 AT 19:49

দূরে কেন তবে তুমি শুধুশুধু দাড়িয়ে থাকো,
মনে মনে বিষ দিয়ে আমার ছবিটি আঁকো।

-


6 DEC 2021 AT 11:14

সঠিক মানুষের ভালোবাসা পেলে মানুষ অতীতের সব অধ্যায় ভুলে যায় !
সে পুরুষ হোক বা নারী—🖤🌸

-


5 DEC 2021 AT 17:46

এতদিন ধরে যা আমি রেখেছি গোপন,
বলতে গেলে যে মনে শিহরণ জাগে।
নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান,
তা অন্যের কাছে বানানো গল্পঃ লাগে।

-


5 DEC 2021 AT 17:02

অজান্তে করা ভুলগুলো মানুষকে সর্বদা শিক্ষা দেয়,
ভুলটা কেনো হলো ! কি করে হলো !
এই প্রশ্নগুলোর সঠিক কারণ টা জানতে ও বুঝতে শেখায়—💫

-


Fetching Soumen Karmakar Quotes