ভূমিকা দিয়ে শুরু হলে উপসংহারে সমাপ্ত হবে,
সে সম্পর্ক হোক বা কাহিনী...-
বন্ধুত্ব আমি যাইনি ভুলে...….
জীবনটা যদি কাঠগোলাপ হতো
ওই ছোট্ট জীবনে কতনা ভালোবাসা পেতো।
ঝরে গিয়েও ঠাই হতো -
কত শত ভালোবাসার সাক্ষীর বেশে,
কিম্বা রাগ ভাঙাতে প্রিয়তমার স্নিগ্ধ কেশে।-
যতই তোমায় ভুলতে চাই
ততোই তোমাতে জড়িয়ে যাই।
যতই নিজেকে রাখতে চাই তোমার থেকে দূরে,
ততোই যেন তোমার স্মৃতি বাঁধে আমায়
নতুন সুরে...-
পাবে না জেনেও যারা ভালোবাসতে জানে🥀
তারাই বোঝে প্রকৃত ভালোবাসার মানে💝💝-
তোমার তুমি বড্ড অভিমানী
সে তো আমি জানি,
আমার আমি
অশ্রু স্রোতে ভেসে খোঁজে-
আমার আমি তে তোমার মূল্য কতখানি!!
-
তুমি যখন ভালোবাসার সংঙ্গা খুঁজছো
কিছু সদ্য চেনা মানুষকে ঘিরে,
আসলে তো আসল ভালোবাসা
সর্বদা রয়েছে তোমায় ঘিরে,
তোমার নীড়ে।
-
মন খুলে কথা বলাকে যদি
তোমরা মন নিয়ে খেলা করা ভাবো..
তাহলে আমি দুঃখিত।
-
ভালোবাসো?
তবে মুক্ত আকাশে উড়তে দাও।
শেকল!
সে তো অন্ধ আইন ও পরায়,
ভালোবাসায় তা কি মানায়!!?-
2000 তুমি 21 বছর ধরেই
দেখিয়ে এসেছ অনেক স্বপ্নের আশা ।
এর মধ্যে কিছু স্বপ্ন হয়তো হয়েছে পূরণ!
কিছু আবার পায়নি খুঁজে বাসা।
22এর আগমনে -
আবার ও জমছে নতুন স্বপ্নের আশা।
সকল স্বপ্ন করে পূরণ
22 হয়ে উঠুক সকলের ভালোবাসা ।
-
অকারনেই মন খারাপ
আমার মনের স্বভাব,
কারণ কিছুই পাই না খুঁজে ,
বুঝিনা! কিসেরই বা তার অভাব?-