Rizia Sultana   (সুলতানা)
67 Followers · 24 Following

Joined 25 February 2019


Joined 25 February 2019
23 APR 2023 AT 14:47

পৃথিবীর সমস্ত কষ্ট, আপনার বাড়ীর মেয়েটা তার শশুর বাড়ীতে করছে!
আর পরের বাড়ীর মেয়েটা আপনার বাড়ীতে রাজরানী সেজে বসে আছে!
এই চিন্তা ভাবনা টা বড্ডো আত্মকেন্দ্রিক ও স্বার্থপরতার লক্ষণ।
মানবিকতার চোখ খুলুন।
এতে বোঝা যায়,সম্মান সবার প্রাপ্য নয়!

-


17 APR 2023 AT 13:48

জীবনের বিশেষ দিন ও সময় গুলো, নিজের আর নিজের কাছের মানুষদের জন্য রাখুন।
কারণ সেই বিশেষ মুহূর্ত গুলো আপোস করে, অপরের জন্য কোনো কাজ করলে, তারা ঠিক একদিন ভুলে যাবে যে আপনি তাদের জন্য কি করেছেন এবং অকৃতজ্ঞতা দেখাবে। আর তখন আপনার আফসোস এর সীমা থাকবে না!

-


2 JAN 2023 AT 20:56

যে ব্যাক্তি আপনার কাছের মানুষ সেজে,আপনার দুর্বলতার জায়গায় আঘাত দিয়ে কথা বলে!
বিশ্বাস করুন!সেই ব্যাক্তির থেকে আপনার শত্রু, অনেক শ্রেয়।
কারণ শত্রু আপনার সামনে শত্রুতা করবে।
কিন্তু ওই ব্যক্তি,ভালো মানুষ সেজে, আপনার দুর্বল জায়গায় জেনে বুঝে আঘাত করে,ভালো মানুষ বা কাছের মানুষ সাজার ভান করবে।এদের থেকে সাবধানে না থাকলে,পিঠে ছুরি চালাতেও পিছ পা হবে না!

-


14 DEC 2022 AT 13:53

আপনি কষ্ট করছেন বা অতীতে অনেক কষ্ট করে আজ লোককে উপদেশ দিচ্ছেন সেটা মেনে নিলাম।
কিন্তু আপনার এই ভাবনা,যে আপনার কষ্ট টাই অনেক বেশি, আর অন্যের সমস্ত কষ্ট,পরিশ্রম,
সংগ্রাম টা, আপনার জীবনের পেরিয়ে আসা কষ্টের ও সংগ্রামের কাছে কিছুই না!!
এটা সব থেকে বড় মুর্খামি,স্বার্থপর, আত্মকেন্দ্রিক মানসিকতার পরিচয়!

-


12 DEC 2022 AT 17:11

চেনা মানুষগুলোর স্বার্থপরতার থেকে,
অচেনা মানুষের ভিড়,
অনেক শ্রেয়!

-


4 OCT 2022 AT 4:39

কারোর থেকে সামান্য অবহেলা পেলে,
নিজের থেকে ঠিক কতটা তাকে দূরে সরিয়ে দিতে পারি!
তা সে জনের কল্পনার বাইরে!
হ্যাঁ এটাই আমি!!

-


27 SEP 2022 AT 12:35

বাবা মার উদাসীনতা!
একটা সন্তান কে,যে কতটা নরক যন্তনা দিতে পারে!
তার সম্মুখীন বা অভিজ্ঞতা,যেনো কোনো হতভাগ্য সন্তান কে না হতে হয়!

-


26 AUG 2022 AT 13:12

কিছু শব দেহ,না চিতায় জ্বলে!
না মাটিতে পায় ঠায়!
তারা এ শহরে জীবন্ত ঘুরে বেড়ায়!!

-


13 JUL 2022 AT 11:19

কারোর কাছে আমি খারাপ বা কারোর কাছে ঠোঁটকাটা! কারোর কাছে আমি বিশ্রী বা মোটা।হয়তো বা কিপ্টে,অগোছালো!নতুবা মুখোরা মুখচোরা!
বিশ্বাস করুন এরমধ্যে একটিও আমি নোই।
ওটা তাদের স্বার্থ!!
হুম স্বার্থ !যেটা আমি তাদের পূরণ করতে পারিনি!!

-


3 JUL 2022 AT 14:08

কাওকে মানসিক নির্যাতন করার থেকে!!!
তাকে খুন করে দেওয়া অনেক ভালো।।

-


Fetching Rizia Sultana Quotes