কবিতার খাতায় আজ হিসেব কষা,
কি চেয়ে কি পেলাম, কি যে হারালাম ।
হিসেবের ভিড়ে, ছন্দে পাড়েছে ইতিটান ।-
ডাক নাম - নেই, তবে অনেকেই "কবীর" বলে ডাকে...
ছদ্মনাম - সল্পভাষী 🤗
জন্ম তা... read more
তোমাকে চাই
সূর্য্যের লাল রক্তিম আভায় আমি তোমাকে চাই,
চাই আমার সকল বিষন্নতায় ।
একলা থাকার আটপ্রহরে আমি তোমাকে চাই,
চাই আমার সঙ্গী করে।
এক কাপ চায়ের চুমুকে আমি তোমাকে চাই,
চাই আমার উষ্ণ অভ্যর্থনে ।
আমার মন খারাপের কারণ হতে তোমাকে চাই,
চাই আমার অহেতুক না বলা গল্পগুলো শোনার জন্য।
শ্রাবণের ঝুম বৃষ্টিতে আমি তোমাকে চাই, বৃষ্টিতে ভিজবো বলে।
শিশির ভেজা ঘাসের উপর একসাথে হাঁটা জন্য তোমাকে চাই।
তোমাকে চাই আমি আমার শত বারণে।
✍️ হাফসা আহমেদ মুন-
"যোগ্যতাই শেষ কথা... "
তাই যদি হয়!
তবে বর্তমান সমাজের যোগ্য ব্যক্তিবর্গ লাঞ্চিত- বঞ্চিত, নিপীড়িত কেন?-
অপ্রয়োজনীয় কিংবা অবাঞ্ছিত বস্তু,
এবং ব্যক্তির প্রতি হইতে যথাশীঘ্রই সম্ভব, মায়া পরিত্যাগ করাই বাঞ্ছনীয়.....!
ইহার প্রতি সুদীর্ঘ সময় মায়া রাখিবার কারনে হৃদয়ে শক্ত ব্যমো সৃষ্টি হইবার আশঙ্কা রহিয়াছে......!-
একের পর এক স্বজনের মৃত্যু সংবাদে আমার হৃদয় মর্মাহত-ব্যথিত !
ভয়ার্ত মনে ভাবি, এই বুঝি এলো আমার পালা....!-
মানুষের মধ্যেই তারা খুঁজে পায় -
কে ডানপন্থী, কে বামপন্থী, কে রাম পন্থী....
তারা খুঁজে পায়- কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান....
অথচ তারা মানুষ গুলো খুঁজে পায়না কেন?
যারা শুধুই মনুষ্যত্ব নিয়ে বেচেঁ থাকে....-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তরিক শুভেচ্ছা রইলো তাদের জন্য...
যারা বাঙালি অথচ, তাদের নাকি বাংলা টা ঠিক আসে না ।
শুদ্ধ বাংলায় কথা বলতে কিংবা লিখতে সঙ্কোচবোধ করেন,
তার পরিবর্তে তারা ব্যবহার করেন কিছু অদ্ভূত- শ্রুতিকটু-বিদঘুটে "বাংরেজী শব্দ......
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏-
যার কাছে আমার বলা কথাগুলি
সম্পুর্ণ মূল্যহীন বা গুরুত্বহীন মনে হয়,
সে কি আমার আপন জন হতে পারে ?-