পাড় ভাঙা নদীর দোহাই দিয়ে,
প্রেম কথা'টা স্থিরের গতি .......
অন্য নীল সাগরে ,ভাসছি আমি ,
প্রেমের গতি কি বারবার মনের নামে ভাঙছি !!!!!!-
তীরের টানে জ্যান্ত স্রোত
ভাঙছে ক্ষোভ রোজ রোজ,
দুই পৃথিবীর মিলন রেখায়
সমীকরণ অঙ্ক শেখায়।-
চল না আবার পুরোনো দিনের মতো
সাগর তীরে কুড়োই নীল ঝিনুক।
আবেগ মেশানো স্মৃতির বালিয়াড়ি,
অবিশ্বাসের চোরাবালিকে ধ্বংস করুক।।
-
কথার মলাটে লুকিয়ে আছে কত দুঃখ জমাট বেঁধে
পার করে নিয়ে হৃদয় সাগর প্রেম বুঝি তার মৃত্যু খোঁজে-
বালুকা রাশিও উঠেছে নাচিয়া,
সাগরের স্পর্শ পেয়ে,
তীরে বসে থাকে,স্বপ্ন সাগরে ডুবে,
থাকা সেই মেয়ে।-
তীরের সাথে সাগর মিশেছে,
আমার সাথে তুই।
তাই যখন সুযোগ পায়,
একটু তোকে ছুঁই...-
অরণ্যের সেই প্রকান্ড বটবৃক্ষের ছায়া হয়ে সান্তনা দাও
ঘাসের মধ্যে শিশিরের সেই বিন্দু হয়ে আল্পনা দাও
সাগরের সেই শান্ত জলের আবার তুমি সঙ্গী হও
প্রকৃতি তুমি বিশ্বজগতকে নতুন করে গড়ে নাও ৷-
সাগরের তীরে স্নিগ্ধ সমীরে
খেলিছে বলুকারাশি,
যেন ভুধরের কোলে শশধর দোলে
ক্ষণে ক্ষণে ওঠে হাসি'।-
জোয়ার ভাটার নিত্য খেলা
তীরের বালি স্পর্শকাতর,
উথাল পাথাল ঢেউ মিলিয়ে যায়
এই ছোঁয়াটায় ভীষণ আদর।-
সাগর তীরে হাটবো মোরা
ধরবে কি প্রিয়ে একটু হাত..
হাততো আর ধরোনা এখন
শুধু কষ্টে কাটে নিস্তব্ধ রাত...-