একুশ, একটা আকাশ আপন "বর্ণ"মালায় রঙিন।
-
-🙏
☆ রবীন্দ্র-উপাসিকা... read more
যদি বিশ্বাস ক'রে থাকেন যে, গ্রহরত্ন আপনার ভাগ্য বদলে দিতে পারে তাহলে এটাও বিশ্বাস করুন -
যে পাথর রোজ বুকের ভিতর বয়ে নিয়ে বেড়াচ্ছেন বছরের পর বছর, তার চেয়ে কার্যকরী রত্ন এই পৃথিবীতে আর কিছু নেই; যেকোনো মুহূর্তে বদলে দিতে আপনার জীবনের গতিপথ... বর্তমান.. ক্রমে ভবিষ্যতও।
আজ Red volunteer -রা যেভাবে করোনা রোগীদের বাঁচানোর চেষ্টা করছে, একদিন সেই সব মানুষকেও হয়তো কেউ কেউ এইভাবে বাঁচানোর চেষ্টা করবে যারা ভয়ংকর 'অ-সুখে' আক্রান্ত.. .-
শ্রাবণের আর দোষই বাকি, কতই বা সে জানে..
শ্যাওলা জমা দুই চোখে থাক সব শ্রাবণের মানে।
ঝড়ের শেষে বিবর্ণ মেঘ জানায় চুপিসাড়ে -
"বৃষ্টি" যে যার বুকের ভিতর, "শ্রাবণ" ক্যালেন্ডারে।-
পাঁজর খোঁজে অন্ধকারের বাসর,
তীব্র নেশায় ঝিমোয় রক্তজালক;
বর্ষা ভাসে সোঁদা প্রেমের গন্ধে
মেঘের ডানায় আদিম সুখের পালক।
-
ছদ্মবেশী আকাশ হয়ো
যখন-তখন বর্ষা,
অভিমানেও লুকিয়ে রেখো
দু-এক মুঠো ভরসা।
ইচ্ছে হলে রাত পোহালে
নিংড়ে দেখো পাশবালিশ,
আমিও কেমন যত্ন করে
জমিয়ে রাখি সব নালিশ ..!-
রাতটা এমন বেড়েই যাবে
বাড়বে বয়স..ক্লান্তি ..রোগ;
ক্ষয়ে যাবে ঘুম, সয়ে যাবে ঘাত,
রয়ে যাবে শুধু অভিযোগ।-
দু-চোখ জুড়ে ঘুম নামছে যখন
লিখতে বসি তোমার গল্প-কথা
একটু-আধটু ভুল হয়ে যায় বানান
আঙুল বেয়ে গড়িয়ে নামে ব্যথা।
মাতছি দেখো আবোল তাবোল ছন্দে
শব্দ চিরে ছুটছে কালি..কলম
যতি চিহ্ন-রা চিরকালই জানে
ব্যকরণের ধার ধারে না জখম।
অর্ধেক ঘুমে জেগে থাকার নেশা-র
চিকিৎসাবিদ হাতড়ে বেড়ায় 'মানে',
তোমরা জানো রক্তচাপের অঙ্ক
কবির অ-সুখ কবিতারাই জানে।-
ঝড় পেরোলেই মেঘ কাটে না,
বৃষ্টি এলেই ভেজে না পলক,
বছর ঘোরে একটু একটু ক'রে
চোখের কোনে থিতিয়ে যায় শোক।
শেষ রাত্রির ঝলসানো নীল রঙ
লেপে দিয়ে গেছে এক-বুক বিস্ময়,
পুরোনো অসুখ নতুন নতুন নামে
কিনছে পথ্য মৃত্যুর বিনিময়ে।-
ফিরে যাও
ʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼʼ
ঐ যে দেখো নৌকা বাঁধা ঘাটে,
হিংস্র নেশায় দোলাচ্ছে পালখানি,
সন্ধ্যে হলেই হাঁক ছেড়ে যায় মাঝি
কার যে কখন ডাক আসে না জানি!
অপেক্ষার ওপারে যাদের বাস
ঢেউয়ের ছিটেয় ভিজছে তাদের পা-ও
নোনা জলের গন্ধ মাখি আমি
তুমি না হয় একাই ফিরে যাও...-