Rupak Dafadar   (®রূপক🛡️)
1.4k Followers · 245 Following

read more
Joined 19 February 2018


read more
Joined 19 February 2018
26 APR AT 13:41

আবার তোমাকে খুঁজে পেতেই,
আমি পুনর্জন্ম নেবো,
নতুন ভোরের আলোয়,
নতুন শরতের পাতায়,
আমি ফিরে আসবো তোমার ছায়া ছুঁতে।।

-


25 APR AT 22:38

ইনস্টাগ্রামে পো*দ দুলিয়ে ফলোয়ার বাড়ানো মামণি যখন দেখে তার ইনবক্সে অনেক অনেক প্রেম প্রস্তাব আসছে....

Inner she**


-


24 APR AT 21:47

সময় ক্ষয়ে যায়,তবু তুমি জ্বলন্ত শিখা চিরন্তর,
লাবণ্যময়ী তুমি,সবসময়ই আমার জিতেছো অন্তর,
বৈশাখীর অকাল ঘোরটোপে,তুমি আমায় করেছো পর,
আমার চোখে ডুবে দেখো,বিরহে কেমন জ্বলছে অভ্যন্তর?

-


23 APR AT 23:08

জঙ্গিদের নাকি ধর্ম হয়না,তাইতো তারা ধর্ম দেখে মারে,
হিন্দু হলে চলল গুলি,কলমা পড়লে ছাড়ে।।

-


22 APR AT 23:59

ট্রেনের মধ্যে জানলার সিটে বসে থাকা আমার,
হঠাৎ করে ট্রেনের চেইন এর দিকে চোখ পড়লেই,

-


17 APR AT 20:36

আমি যে তোমার স্বপ্ন দেখে এসেছি,
সেই তুমি আজ কেমন যেন অবাস্তব!
তোমার হয়তো এই দুনিয়ায় অস্তিত্বই নেই,
আমিই বরং তোমাকে অন্য কোনো মেয়ের সাথে জুড়ে দিয়ে,
তোমাকে খুঁজে বেড়াচ্ছি,
তাদের মধ্যে তোমার সামান্যতম মিল থাকলেও ,
তারা তুমি নও,
তুমি "আমার মনের তলদেশে বিন্দু বিন্দু জমানো স্ট‍্যালাগমাইট"
এর মতন নিখুঁত।।

-


16 APR AT 2:03

এই প্রজন্ম আমার নয়—
যেখানে "ভালোবাসি" শব্দটা একটা অ্যাপের মতো,
ইনস্টল হয়, আবার ডিলিটও,
স্পর্শের বাহানায় চলে মূল্যহীন ভাঙন,
ভালোবাসা এখানে ঠোঁট থেকে নিচে নেমে যায়,
কিন্তু হৃদয় ছুঁয়ে না।


[সম্পূর্ণ লেখাটি ক্যাপশনে]

-


14 APR AT 2:18

"আমার নিঃসঙ্গ রাতের আকাশ,তার কেন্দ্রে-তুই চাঁদ একফালি,
তোর টানে জোয়ার ওঠে,মোর হৃদয় ডোবে,চোখ তোর চোরাবালি।।"

-


13 APR AT 15:13

-


12 APR AT 22:55

জ্যোৎস্নার আলো_আঁধারে, তোর নগ্ন গা,
চোখে জ্বলছে আগুন-
দেহসমুদ্রে, তোর স্তনের ঢেউ,
কম্পিত হাতের স্পর্শে,বনে লেগেছে ফাগুন।

তোর উরু বেয়ে মহুয়ার স্রোত,
জিভ বুলিয়ে শুষে নিই প্রতিটা বিন্দু।
তোকে ছুঁয়ে, নিজেকে ভাসিয়ে,
নিচে নামি– ভেঙ্গে যায় সপ্ত সিন্ধু।

আঙুল বেয়ে চুইয়ে পড়ে অভিলাষ,
ভেতরে তোর, নিকরে ফেলা অভিমান।
মহাপাতের সংঘর্ষে উঠে তোর চিৎকার,
দেহের কাব্যে লিখি চরম তৃপ্তির অগ্নিস্নান।।

-


Fetching Rupak Dafadar Quotes