বাইরে তখন প্রখর রোদ
মেঘ বলেছিলো আসবো,
আমি বলেছিলাম শীঘ্র এসো
একটু নয় অনেক ভালোবাসবো...-
Prabir Hatui
192 Followers · 40 Following
বাঙালি তাই লিখতে একটু ভালোবাসি,
লেখাতে পটুতা হয়ত নেই।
মনে যা আসে তাই লিখি।।
অভিমানের জন্য সম... read more
লেখাতে পটুতা হয়ত নেই।
মনে যা আসে তাই লিখি।।
অভিমানের জন্য সম... read more
Joined 10 February 2018
20 JUN 2019 AT 22:44
2 MAY 2019 AT 0:01
বৈশাখি দিনে শ্রাবনপ্রিয়
মন কেমনের কারন,
বৈশাখেতেও বৃষ্টি আসে
শুধু ভেজা তাতে বারন..-
22 OCT 2018 AT 19:39
কিছু কথা বলতে গিয়ে
আটকে থাকে কথার ফাঁকে
মনের কথা মনেই থাক
নাইবা জানালাম শুধু তাকে...-
7 OCT 2018 AT 23:34
যদিও জানি নীলাঞ্জনা,এখন তোমার অন্য ঠিকানা..
সদ্য তুমি ভিনদেশী, তবু তোমায় বড্ড ভালোবাসি...-
5 OCT 2018 AT 22:54
অনিশ্চয়তায় ভুগছে প্রেম
কেউ জানেনা তার কারন..
তুমি তো জানো ভালোবাসি
কারন মন্দবাসা বারন...-
29 SEP 2018 AT 23:24
ট্রাফিক মোড়ের লালবাতিতে
থমকে গেছিলো যারা..
ব্যস্ত শহরের ট্রাফিক জ্যামে
ফের মুখোমুখি হোক তারা...-
22 SEP 2018 AT 21:48
জীবনে আমার এলোমেলো সব
হারিয়েছে তোমার মানা
জীবনে আমি খুঁজেই চলেছি
হারিয়ে যাওয়া শেষ ঠিকানা...-
22 SEP 2018 AT 21:43
জানি আমার কাছে আসতে মানা
তুমি তো আর ফিরবে না..
মাঝ দরিয়ায় ভাসলে পরেও
তোমার পাড়ে আর ভিড়বো না...-
19 SEP 2018 AT 23:36
শেষ বারের মতো কলেজ মোড়ে
শেষ দেখা করেছিলো যারা..
সেই মোড়েতে যাতায়াত রোজ
শুধু ফের দেখা পাইনি তারা...-