কাউকে সমালোচনা করার পূর্বে তার স্থানে একবার নিজেকে বসাবেন এবং ঐ পরিস্থিতিতে আপনি কি করতেন সে বিষয়টি একটু
কল্পনা করে নেবেন।
সামনাসামনি কথা বলার সৎ সাহস না থাকলে পিছনে কথা বলার মতোন দুঃসাহস টাও দেখাবেন না।
-
বিংশ শতাব্দী স্বকীয় গণনায় করেছে এক অপ্রত্যাশিত গড়মিল,
তাই আমাদের শৌখিন সমাজ আধুনিকতার এমনই চূড়ান্ত অধ্যায়ে বিচরণশীল।
এখানে অবৈধ সম্পর্কে বেজায় জাঁকজমক, সমাজে লাঞ্ছিত ধর্ষিতার করুণ পরিণতিতে সিলিংও বাক্যহারা,
অথচ সমালোচনার সাগরে ডুবে আছে 377 ধারা।-
নিজ হাতে শেষ করেছো
প্রকৃতির যেই রূপ
তা ঠিক করা ও কি
তোমার কাজ নয়?
শুধু কষ্ট দিয়েই
রেহাই দাওনি তাদের
হত্যার এই নির্মম চিত্র তো
ভাবতেও লাগে ভয়।
ভেবে দেখেছ কী?
তাদের জীবনেই তোমার জীবন বাঁধা
তোমার বেঁচে থাকায় তাদের কিছু নয়,
তাই,নাই বা করলে পরের সমালোচনা
সময় পেলে দুটো গাছ ই লাগিয়ো না হয়।-
অন্যের ভালো চেয়েছে, ভালো করেছে যারা
উপেক্ষিত, অবহেলিত, সমালোচিত ততই হয়েছে তারা।-
কয়েক শতাংশ বৃষ্টি দিলাম তোমায়
বিচ্ছেদে খুঁজি গোটা কতক সুখ
অসার প্রেম প্রকাশ্যে আসার আগেই
নামখানা তোমার সমালোচনায় বাঁচুক
-
সমালোচনার আঁচে পোড়ায়নি যে ছেঁড়া কাঁথায় দেখা স্বপ্নটা ,
স্বাদ পায়নি এখনো সে ,অভিযোজনে ,প্রকৃতির প্রতিকূলতা।।
-
যাদের নিজ জীবনে নেই কোনো আলোচনা,
তারাই করে অন্যদের নিয়ে সমালোচনা।।-
আমিও তাদেরই দলে,
যাদের প্রতিবাদ সীমাবদ্ধ খাতায় কলমে।
তবে ভালো লাগে এটা ভেবে যে,
আমি শুরু করেছি লড়াইটা আর তুমি এখনো, অন্ধকারে।-
মানুষ জীবনে অনেক কিছু বড়ো বড়ো হতে চায়!
আর আমি, শুধু সমালোচিত হতে চাই।
(সমালোচিত হতে দম লাগে বস)-