QUOTES ON #সমালোচনা

#সমালোচনা quotes

Trending | Latest
2 JUL 2020 AT 16:05

কাউকে সমালোচনা করার পূর্বে তার স্থানে একবার নিজেকে বসাবেন এবং ঐ পরিস্থিতিতে আপনি কি করতেন সে বিষয়টি একটু
কল্পনা করে নেবেন।

সামনাসামনি কথা বলার সৎ সাহস না থাকলে পিছনে কথা বলার মতোন দুঃসাহস টাও দেখাবেন না।

-


19 DEC 2020 AT 10:49

বিংশ শতাব্দী স্বকীয় গণনায় করেছে এক অপ্রত্যাশিত গড়মিল,
তাই আমাদের শৌখিন সমাজ আধুনিকতার এমনই চূড়ান্ত অধ্যায়ে বিচরণশীল।
এখানে অবৈধ সম্পর্কে বেজায় জাঁকজমক, সমাজে লাঞ্ছিত ধর্ষিতার করুণ পরিণতিতে সিলিংও বাক্যহারা,
অথচ সমালোচনার সাগরে ডুবে আছে 377 ধারা।

-


5 JUN 2020 AT 8:57

নিজ হাতে শেষ করেছো
প্রকৃতির যেই রূপ
তা ঠিক করা ও কি
তোমার কাজ নয়?

শুধু কষ্ট দিয়েই
রেহাই দাওনি তাদের
হত্যার এই নির্মম চিত্র তো
ভাবতেও লাগে ভয়।

ভেবে দেখেছ কী?
তাদের জীবনেই তোমার জীবন বাঁধা
তোমার বেঁচে থাকায় তাদের কিছু নয়,
তাই,নাই বা করলে পরের সমালোচনা
সময় পেলে দুটো গাছ ই লাগিয়ো না হয়।

-


15 JUL 2020 AT 16:52

অন্যের ভালো চেয়েছে, ভালো করেছে যারা
উপেক্ষিত, অবহেলিত, সমালোচিত ততই হয়েছে তারা।

-


10 JUN 2023 AT 17:09

কয়েক শতাংশ বৃষ্টি দিলাম তোমায়
বিচ্ছেদে খুঁজি গোটা কতক সুখ
অসার প্রেম প্রকাশ্যে আসার আগেই
নামখানা তোমার সমালোচনায় বাঁচুক


-


5 JUL 2020 AT 10:08

সমালোচনার আঁচে পোড়ায়নি যে ছেঁড়া কাঁথায় দেখা স্বপ্নটা ,
স্বাদ পায়নি এখনো সে ,অভিযোজনে ,প্রকৃতির প্রতিকূলতা।।

-


12 JUN 2020 AT 13:41

যাদের নিজ জীবনে নেই কোনো আলোচনা,
তারাই করে অন্যদের নিয়ে সমালোচনা।।

-


27 SEP 2019 AT 3:16

"সরি আম্মা"
(বাকিটা ক্যাপশনে)

-


12 JUN 2020 AT 11:57

আমিও তাদেরই দলে,
যাদের প্রতিবাদ সীমাবদ্ধ খাতায় কলমে।
তবে ভালো লাগে এটা ভেবে যে,
আমি শুরু করেছি লড়াইটা আর তুমি এখনো, অন্ধকারে।

-


17 APR 2020 AT 17:35

মানুষ জীবনে অনেক কিছু বড়ো বড়ো হতে চায়!
আর আমি, শুধু সমালোচিত হতে চাই।
(সমালোচিত হতে দম লাগে বস)

-