আমরা কেউ নিখুঁত বা পূর্ণ নই ,
প্রত্যেকেরই কিছু না কিছু অপূর্ণতা রয়েছে যেগুলোকে সঙ্গী করেই আমাদের পথ চলতে হয়।
আমরা কেউ Short heighted, কেউ শ্যামবর্ণ কেউবা অসুন্দর।
কেউ শারীরিক সৌন্দর্যের অধিকারী হলে তার মেধা নিয়ে প্রশ্ন করা হয়।
মেধাবী সুন্দরী দের পারিবারিক ধনী দরিদ্রতা বিচার করা হয়।
ধনী মেধাবী সুন্দর মানুষের Caste দেখা হয় ,
সবশেষে চারিত্রিক বৈশিষ্ট্য এ পাশ করলে বলা হয় একটা মানুষ কখনোই নিখুঁত হতে পারে না, কিছু না কিছু খুঁত আছে।
তাই আমরা কেউই নিখুঁত বা পূর্ণ নই......
-
Be With Someone,
Who Chooses You Everyday.
Not Just When They Are Free....
-
হৃদয়ের যে তার ছিঁড়েছে অভিমানে
তা কি জোড়া লাগে নতুনত্বের স্বাদে ?
যে অভিযোগে পুরাতনের সঙ্গ ছেড়ে
আমরা নতুনত্বের মোহে জড়ায় ,
তা কি স্থায়ী হয় চিরকাল ?
মন ভাঙার এই খেলাঘরে
স্থায়ী শুধু একাকিত্ব।
পুরাতনের প্রতিদ্বন্ধিতায়
জিতেছে কেবল নতুনত্ব।।
-
মানুষে মানুষে পার্থক্য শুধু মানসিকতায় বহিরঙ্গের পার্থক্যে কিবা যাই আসে....
মৃত্যুর পর দৈহিক সৌন্দর্য ,
প্রকৃতির সঙ্গে যাবে মিশে।
-
পিছন ফিরে দেখো না আর
আবেগ গুলো ভুলতে শেখো
জীবন পথের সংগ্রামেতে
মুখের হাসি বজায় রেখো।
কান্না হাসির মধ্য দিয়েই
চলবে জীবন এঁকে বেঁকে
সময় স্রোতে ভাসতে হবে
নিজস্বতা বজায় রেখে।।
-
কিছু মানুষ নিজের স্বার্থ মেটাতে অপছন্দের মানুষ টিকেও মাথায় তুলে রাখে।
-
Thik hota hai kabhi kabhi
kuch logo ka zindagi sai chale jana......
-
Some changes in life are painful but necessary so some changes have to be accepted with love.
-