एक साथ हम फिर से चलेंगे।
क्या पता अगर हम मिल भी जाए तो
दुबारा तुम मुझे पहचान न पाएं तो।-
অন্যকে সামান্য হলেও হাসাতে ভালোবাসি 😊
2. সুন্দর এক দিনের অপেক্ষা... read more
अच्छा भला जो भी हो कभी ना करना भगवान से गिला
क्युकी सब कुछ ही हैं जीवन का सिलसिला।-
বানিয়ে দিলাম ভাসিয়ে জলে
স্রোতের বেগে নৌকা যায় বহুদূর চলে।
পৌঁছে যায় বহুদূর সব কিছু ছাড়িয়ে
দিকদিগন্ত নদীর কিনারা হারিয়ে।-
জানি দেখা হবে হোক না যতই দূরত্ব ।
মনের মিলনটাই পায় সম্পর্কে সবথেকে বেশি গুরুত্ব।।
সম্পর্কের মধ্যে যদি সম্মান ,বিশ্বাস আর ভালোবাসা থাকে।
সেই সম্পর্ক একদিন সঠিক ভাবে পরিপূর্ণতা পাওয়ার আশা রাখে।।
দূরের সম্পর্ক গুলি প্রতিদিন দিন গুনে অপেক্ষায় বাঁচে।
দুজনেই ভাবে কবে আসবে তারা একে অপরের কাছে।।
এই করে ধীরে ধীরে দুজনের দিন যায় চলে ।
দুজনেই ফোনে কবে আসবে ফিরে কাছাকাছি সেই নিয়ে কথা বলে।।
দিন ঠিক করে, কর্মস্থল থেকে আসে ঘরে ফিরে।
দেখা করে দুজনেই প্রথম দেখা হয়েছিল যে নদীর তীরে।।
এরপর মান ,অভিমান জমানো ভালোবাসার বার্তালাপ শুরু করে কাছে এসে।
তারপর দুজনেই খুব কাছাকাছি বসে একে অপরের গা ঘেঁষে।।
কথা শুনে একজন অন্যের বুকে মাথা রেখে, পাই শান্তির নিশ্বাস।
পাশের জন তার হাতটি শক্ত করে ধরে দেয় সারাজীবন পাশে থাকার আশ্বাস।।
তারপর কপালে দেয় আলতো করে একটি চুম্বন।
আর বলে থাকবে সে তার পাশে সর্বক্ষণ।।
দিন কাটে বহুদিন তারপর দুজনের মধ্যে একজন ফেরে কর্মস্থলের দেশে।
কিন্তু তখন দুজনেরই চোখে থাকে জল, তবুও ছেড়ে আসে হাসি মুখে হেসে।।
এই করেই দুজনের দিন আর বছর চলে যায়।
তখন তারা শুধু স্বপ্নের মাঝে একে অপরকে কাছে দেখতে পায়।।-
জানি দেখা হবে দুজনের মধ্যে হোক না যতই দূরত্ব।
মনের মিলনটাই পায় সম্পর্কে সবথেকে বেশি গুরুত্ব।।
সম্পর্কের মধ্যে যদি সম্মান ,বিশ্বাস আর ভালোবাসা থাকে।
সেই সম্পর্ক একদিন সঠিক ভাবে পরিপূর্ণতা পাওয়ার আশা রাখে।।
দূরের সম্পর্ক গুলি প্রতিদিন দিন গুনে অপেক্ষায় বাঁচে।
দুজনেই ভাবে কবে আসবে তারা একে অপরের কাছে।।
এই করে ধীরে ধীরে দুজনের দিন যায় চলে ।
দুজনেই ফোনে কবে আসবে ফিরে কাছাকাছি সেই নিয়ে কথা বলে।।
দিন ঠিক করে, কর্মস্থল থেকে আসে ঘরে ফিরে।
দেখা করে দুজনেই প্রথম দেখা হয়েছিল যে নদীর তীরে।।
এরপর মান,অভিমান জমানো ভালোবাসার বার্তালাপ শুরু করে কাছে এসে।
তারপর দুজনেই খুব কাছাকাছি বসে একে অপরের গা ঘেঁষে।।
কথা শুনে একজন অন্যের বুকে মাথা রেখে, পাই শান্তির নিশ্বাস।
পাশের জন তার হাতটি শক্ত করে ধরে দেয় সারাজীবন পাশে থাকার আশ্বাস।।
তারপর কপালে দেয় আলতো করে একটি চুম্বন।
আর বলে থাকবে সে তার পাশে সর্বদা সর্বক্ষণ।।
দিন কাটে বহুদিন তারপর দুজনের মধ্যে একজন ফেরে কর্মস্থলের দেশে।
কিন্তু তখন দুজনেরই চোখে থাকে জল, তবুও ছেড়ে আসে হাসি মুখে হেসে।।
এই করেই দুজনের দিন আর বছর চলে যায়।
দুজনের ভালোবাসা এই করেই জীবন কাটায়।।-
প্রথম তোমায় আমি যেদিন দেখি।
গিয়েছিলে তুমি মোটরসাইকেল নিয়ে
আমার চোখের ঠিক সামনে দিয়ে।
পড়েছিলে তুমি নীল রঙের এক ড্রেস
সেইদিন তোমায় দেখতে লাগছিলো বেশ।
কিছুক্ষন পর ঠিক এসে বসেছিলে নদীর পাড়ে
সেই দিনেই তোমার প্রতি আমার মন আকৃষ্ট করে।
যত দিন যায় চলে ততই তুমি মনে পরো বেশি
তাইতো একদিন তোমায় দিলাম বলে ভালোবাসি।-
নিষ্পাপ ও সুন্দর যদি সব কিছুই হতো,
তবে পৃথিবীটার আজ অন্য চেহারা দেখা দিতো।
এক একটি ফুল নিজের মতো নিজস্ব আকার নিয়ে থাকে
সুন্দর আকৃতি গঠন করে সকলের মন আকর্ষিত করে তোলে।
তখন সেই ফুল গুলোকে সকলেরই ভালো লাগে সকলেই পেতে চায়
কিন্তু সন্ধ্যার সময় যখন সেই ফুলটিই ঝরে যায় তখন সেই ফুলটি আর কেউ চায়না।
ঠিক তেমনই পৃথিবীতে আমাদের ফুলের মতোই গুরুত্ব রয়েছে ।-
সকলেই থাকুক সুস্থ্য ও ভালো নিজের মতো করে।
ভরে উঠুক সকলের জীবনে খুশির আলো
ভগবানের কাছে এটাই মোর প্রার্থনা
সকলে যেনো থাকে খুব ভালো।-
কারোর কাছে রঙ্গিন বসন্ত,
আবার কারো কাছে
দূরে চলে যাওয়ায় মন ভারাক্রান্ত।-