শোন
কান পেতে
চোখ বন্ধ করে
বুকের উপর হাত রেখে
জানি তুই আছিস আমার মনে।-
তারপর এতো ভালো লাগে,যে ঠিক করে নি
বেঁচে আছি যতদিন লেখে যা... read more
মনের ভেতর,
ক্লান্ত পায়ে চলিতেছে এই শহর।
ভিড়ের মাঝে আজও চেনা এক মুখ,
আঁকড়ে ধরে রাখতে পারেনি তার সেই সুখ।
কবেই সে অচেনা হয়ে চলে গেছে দূরে,
আজও কি আমার কথা তার মনে পড়ে?-
বিদায় নিও এবার তুমি,
বছর খানি শেষ
হয়তো আবার দেখা হবে,
বাকিটা অশেষ।-
সন্ধ্যার পরে নদীর ধারে হাঠতাম দুজন হাত ধরে,
চলতে চলতে কতই কথা বলতে আমার কানে কানে।
মেঘলা আকাশ ডাকছে আজ বৃষ্টির আগমনে,
আজও কি তুমি রয়েছো আমার মনের এক কোণে?-
ভাবেনি দেখা হবে তোর সাথে,
থাকবে তোর হাত অন্য হাতে,
রয়বে একটি তারা নির্জন রাতে।।-
আঁকতে চেয়ে লিখছি,
সত্যিই আমি হয়েছি পাগল
তোমার প্রেমে দিব্যি।
লিখতে চেয়ে আঁকছি তোমায়
দেখছি কত স্বপ্ন,
ভালোবাসো তুমিও যখন
মুখ ফুটে বলোনা কেন?-
আমার মেহেফিল এর তুই রানী,
সেটা তুই ছাড়া বাকি সবাই জানি।
কবে দিবি এই মেহেফিল দস্তক,
তাই ভেবে বুকটা করে ধক - বক।-