একটু একটু করে হারিয়ে যাওয়া আমিতেও তুমি
থাকবে, শেষ মুহূর্ত অবধি।।-
শেষ হলেও উপসংহারে খুঁজি নতুন সূচনা,
নিবিড় আক্ষেপে ভরে ওঠে বুকপকেটের কোণা।
পুরানো স্মৃতির অ্যালবামে লেগে থাকে প্রথম শুরুর গন্ধ,
শেষের পাতায় লিখে রাখি আজ নিরুত্তর ভবিষ্যৎের ছন্দ।-
গল্পটা কোথাও যেন একটা অসম্পূর্ণতার ধোঁয়াশার আড়ালে থেকে গেল। নাহ উপসংহার খানা বেশ জব্বর একটা সমাপ্তি দিয়ে যেতে পারল না।অবশ্য বেশ ভালই হয়েছে,বলতে পারো মুখরোচক,তাই নয় কি?
কিন্তু যদি ধরো এই গল্পটা বাস্তবে চোখের সামনে পরিচালিত হতে দেখতে! তাহলে কি একটুও দুঃখ হত না? নাকি তখনো কেবলই নিছক এক ভ্রম বলেই তাকে দুর করে দিতে! আচ্ছা একবার ভাবো তো গল্পের ওই নায়কের অবস্থাখানি,যে একজন মেধাবী ছাত্র,যার কাছে এক স্বর্ণালী ভবিষ্যত অপেক্ষা করছিল,সে এক দুঃস্থ,অনাথা বালিকার জন্য নিজের কাঙ্খিত সুখের জীবন পরিত্যাগ করে নূন্যতম সাধারণ এক জীবন অতিবাহিত করল।
কি হে,এ কি শুধুই প্রাপ্তির আশায়!বলি মানবতা নামের বস্তুটা আছে তো নাকি!সেটা তো আর এখনও মুছে যায় নি।ওই বালিকা কে আশ্রয় দিয়ে তার লেখাপড়ার ব্যবস্থা করে তাকে সুশিক্ষিত করে তোলার প্রচেষ্টাতেই নায়ক বাবাজী তার প্রমাণ রেখেছে।তা পরিণীতা ওই বালিকা যদি নায়কের যথার্থ নায়িকা রূপে আত্মপ্রকাশ করে তাতে ক্ষতি টা কি বাপু!
যদি একটা মানুষ যে সর্বদা তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এসেছে,নিজের স্থান বিসর্জন দিয়ে,আজ যদি তার সঙ্গিনী রুপে ওই শিক্ষিতা যুবতী নিজেকে সমর্পিত করে তবে সে তো যথার্থ মানবিকতার পরিচায়ক।
নাই বা হল এই গল্পের কাঙ্খিত সমাপ্তি।তুমি কিন্তু ভায়া ভুলে যাচ্ছ,নায়ক নায়িকার যে মিলন এখানে প্রস্ফুটিত হয়েছে,তাতে
শেষ হলেও,গল্পটি চিরন্তন ও শাশ্বত।ভুল বললাম না হয়ত!-
বিভোর থাকি অনেকটা সময় তোমারই নেশাতে।শীতের সকাল হোক কিংবা বর্ষার সন্ধ্যায় শুরু তোমায় ছাড়া সত্যি অসম্পূর্ণ।তোমার ঐ উষ্ণ বাহু এর ছোঁয়ায় শুরু হয় তোমায় কাছে পাওয়া।আর তোমার উষ্ণ ঠোঁটের প্রথম চুম্বন যাতে আসক্ত আমি পুরোপুরি।তোমার সমস্ত টা যখন আমার হয়ে যায় অনেকটা শক্তি পাই পুরো দিন অনেক বোরিং কাজ গুলো খুব সহজেই করে ফেলি। তুমিই আমার প্রথম প্রেম চায়ের কাপ। তোমায় ছাড়া সত্যি অসম্পূর্ণ এই জীবন।।
-
শেষ দিনেও শুরুর কথা বলো ,
ফিরতে হবে আবার আলোয়, চলো !
ব্যস্ত শহরে রঙিন স্বপ্নগুলো নিমেষে হারালো,
ইতির টানেও আশাবাদী অন্তরে আবেগ জড়ালো !
বিষন্নতার ওমে শেষ থেকেই শুরু না হয় করো ,
অবসাদে মোড়া মনের ক্যানভাসে প্রেম-সুধ ঢালো !
যদি হাত বাড়াও বিশ্বাসে জড়িয়ে ধরবে ,
তবেই ভগ্ন হৃদয়-দ্বারে জয়ধ্বনি বাজবে !
চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে সঙ্গী হবো ,
বুকের কাছে মুখ রেখে আপন অনুক্ত কথা কব !
কথা দিলাম এক তরীতে থাকবো কেবল তুমি-আমি ,
মন্দ-ভালোর আঘাত বেয়ে আজ ইচ্ছেটা হোক দামী !-
সম্পর্ক,
তোমার উপস্থিতি এখন হৃদয় জুড়ে,
প্রথম চুমু আজও উষ্ণতা বাড়ায় ললাটে...
আমি আজ কান্নাকাটিতে বেশ ভালোই আছি,
দু:খ মুড়ে স্মৃতির সাদা মলাটে....-
এ গল্পের সমাপ্তি ঘটবেনা কখনো।
আমার পথের ধুলার অনুরণন,
প্রত্যেক পদক্ষেপে তোমার অভিমানের আকাশে
জমে থাকা মেঘদের সাথে মিশে গিয়ে নিরন্তর বৃষ্টি ঝরায়।
অদেখায় কেটে যাওয়া বছর গুলো আলোকবর্ষে হারিয়ে
কবিতা আলাপ সাজায় আলোকপুঞ্জের মতো।
আমার জীবনের দ্রাঘিমাংশ থেকে তোমার প্রমাণ সময় নিশ্চিহ্ন হতে হতে হারিয়ে গেছে তবুও কেন জানিনা তোমায় অপ্রাপ্তির অনুভূতিটা নিত্য বিপ্লব ডেকে স্মৃতিদের দলে ভীড় জমিয়ে মরণ খুঁজে চলে।
শেষ হলেও, বুকফাটা কান্নার দাগগুলো
নিশ্চুপ কোলাহলের শেষ ছোঁয়ায় বেঁচে থাকবে আজীবন।।-
শেষ হলেও,
শেষটা আর দেখা হয়নি।
নোনা জলে মরচে ধরেছে চোখে, বাঁধ ভেঙে ভেসে গেছে জোয়ারের জল।
সেদিন নদীর বুকে কান পেতে শুনেছিলাম আমিও,
যে যায় সে আর ফিরে আসে না।
তাই মোহানার খোঁজে গিয়েও থেমে গেছি মাঝপথে।
দেখা হয়নি কিভাবে মিশে গেছো সাগরের নীলে,
শেষ অবধি দেখার আগেই শেষ হয়ে গেল সবটা।
তাই শেষটা আর দেখা হয়নি।-
তারিখ শেষ হলেও কিছু চিঠি ডাকবক্সে থাকে জোমে
উত্তর মেলেনা অপেক্ষা দিন দিন কমে
আগে আগে চিঠি আসতো সেসব আজ অতীত
বছর খানেক আগেই নড়ে গেছে সম্পর্কের ভীত..
-