Addiction শুধু মাত্র নেশা তে নয়,
ভালোবাসা তেও হয়।
কখনো তা শক্তি হয়ে পাশে দাঁড়ায়,
আবার কখনো দুর্বল করে ফেলে।
এক অদ্ভুত আসক্তি —
যাকে না যায় ধরা, না যায় ছাড়া.....।।-
ভালোবাসো আমায়?
- হুম, বাসি তো।
কতটা ভালোবাসো?
- তোমার ফোনের Notification কে জিজ্ঞেস করে দেখো।
কিছু ভালোবাসা প্রকাশের জন্য এতটুকুই যথেষ্ট.....।।-
বাহানা তে খুঁজে ফিরি;
কারণে অকারণে, হৃদয়ের স্পন্দনে।
নানা অজুহাতে শুধু তোমাকেই চাই........!-
Be professional so that no one can hurt you personally. You are paid for your work at the workplace, not for giving extra emotions that may end up hurting you.
-
If jealousy had a face, it would be the one in your mirror.
Ask me who I am? I am the shadow within you — the part that awakens when jealousy takes over.-
'পোশাকে' চরিত্র খোঁজার চেষ্টা করলেও,
তার রুচি বোধ নিয়ে প্রশ্ন করো না।
হতে পারো তুমি সাজানো-গোছানো,
তাই বলে তাকে অগোছালো ভেবে বসো না।
তোমার কাছে যেটা সৌন্দর্যের বহিঃপ্রকাশ,
তার কাছে সেটা স্বাভাবিকতার আভাস....।।
-
They say,
‘Don’t judge a book by its cover.’
I say,
‘Don’t judge someone’s character by their clothes — a well-dressed person may not always be well-dressed by heart.’"-