QUOTES ON #শুভমহালয়া

#শুভমহালয়া quotes

Trending | Latest

|| আগমনী ||

শিউলি ঝরা ভোরের উঠোন, শিশির ভেজা ঘাসে,
কাশের বনে লাগলো দোলা, ওইযে উমা আসে।
আকাশে বাতাসে আগমনী সুর, সাদা মেঘে ভাসে মায়ের কি নূর,
ঢাকের আওয়াজ, ধুনুচি নাচ, প্রাণ খুশিতে ভাসে।
শিউলি ঝরা উঠোন জুড়ে ওই যে উমা হাসে।।

(তোমার) মৃন্ময়ী রূপের ছটায় মা গো সাজুক মর্ত্যলোক,
হরণ করো দুঃখ, বিষাদ, মহামারি, ক্লেশ, শোক।
তোমার রাঙা চরণে মাগো দুহাতে দিই অঞ্জলি তুলে,
ভুবনমোহিনী হাসিতে তোমারই জয় জয়কার হোক।
তোমার রূপের ছটায় মা গো হরণ করো শোক।।

পৃথিবী আবার উঠুক ভরে নব চেতনায়, প্রাণে-
শঙ্খনিনাদ, উলুধ্বনি, বো-ধ-নে-র সুরে-গানে।
মন্দ্রিত হোক ধ্যানমন্ত্র, দিকে দিকে তবে হোক জাগ্রত
শুভ চেতনা, আলপনা আঁকা প্রভাতী আমন্ত্রণে।
পৃথিবী আবার উঠুক ভরে বোধনের সুরে-গানে।।

-


17 SEP 2020 AT 11:46

ধরাধামে আসবে মাগো, সঙ্গে অনেক মানা ;
মাস্ক পরেছ ভয় করবে না, সেটাই আমার জানা।
স্যানিটাইজার সঙ্গে রেখো, দুরত্ব বজায় ;
তোমার সাথে আলাপনে, ব্যস্ততা হবে কি মজায় !
মাগো একটু করো তুমি অসুরটাকে দলন,
বন্দী থাকতে এখন যেন, হচ্ছে বড়ই জ্বলন।

-


6 OCT 2021 AT 3:09

মাগো সবার ভালো করো,
ফেরাও সুমতি,
সবার হাতে দাওনা লিখে
সুখের নিয়তি,
সারাবছর ধরে অন্তরে
ভরিয়ে রেখো শান্তি,
সব দুঃখ মুছিয়ে দিয়ে
ঘুচিয়ে দিও ক্লান্তি,,
শুভ মহালয়া বন্ধুরা,,

-


6 OCT 2021 AT 7:35

শিউলি জানে আগমনী সুরে
কার পদধ্বনি শোনা যায় ওই দূরে,
দেবীপক্ষ শুরু আজ পিতৃপক্ষের পরে
আসছে মা দুগ্গা ঠাকুর আবার ঘরে বছর পরে।
আলোকিত আগমনে মা আসুক ঘরে
মহাকালের মহালোকে মহা আড়ম্বরে।
আজ দূরীভূত অশুভের তিমির রাত্রি
বিশ্বলোকে জাগরিত দেবী বিশ্বধাত্রী।
শিউলি জানে আগমনী সুরের মায়ার মানে
সয়না যে তার তর, জন্ম হতেই লুটায় পড়ে
আত্মসমর্পনের পূর্ণতায় যদি হয় ঠাঁই গৌরী চরণে
শিউলিও যে জানে, তার জন্মের কি মানে।
শ্বেতপুঞ্জের সমীরে ভেসে যায় তারই গীতি
“রূপং দেহি জয়ং দেহি য়শো দেহি দ্বিষো জহি” ॥

-


17 SEP 2020 AT 20:22

মা এসেছে

রায়বাড়ির ছোটো গিন্নিমা ভীষণভাবে প্রসব যন্ত্রণায় ছট্ফট করছেন । আর এদিকে এত রাতে বৃষ্টির মধ্যে দাই এর ও দেখা নেই । হঠাৎই কে যেন এসে বললেন, "আমায় একটিবার দেখতে দিবে গো তোমরা ?"
ছোটবাবু সাত-পাঁচ না ভেবে অনুমতি দিলেন । প্রায় ভোর হতে না হতেই সদ্যোজন্ম সন্তানের চিৎকারের আওয়াজ শোনা গেল । মহিলাটি বাইরে এসে বললো, " মা এসেছে গো তোমাদের ঘরে..."

সাথে সাথে কোথা হতে যেন ভেসে আসলো "রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি" । ছোটবাবু খুশির আর অন্ত রইলো না, তিনি হেসে বললেন "আজ যে মহালয়া" ।

-


28 SEP 2019 AT 20:12

পূজো পূজো গন্ধ এল,
খুশিতে মন গগন ছুঁল,
মায়ের আগমনী বার্তার সাথে শুরু হল আনন্দ মেলা।।
শুভ শারদীয়া, শুভ মহালয়া

-


17 SEP 2020 AT 7:58

মা দুর্গা দশভুজা এসো সপরিবারে
করোনাসুর কে নিধন করে
রাখো তমসা দূরে।
তোমার অরূপ রূপের মহিমায়
আনন্দে মাতুক এ ধরাধাম
আগমনীর সুরে।।

🌷|| শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা ||🌷

❤️🙏❤️

-


2 OCT 2024 AT 9:13

মহালয়ার শুভেচ্ছা!
শুভ মহালয়া, দেবীর আগমনে শুরু হোক নতুন আলোর পথ!

-


14 OCT 2023 AT 8:15

চারিদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা।
আমার ফুল বাগানের শিউলি দের, সুবাস আদর মাখা ।
শুভ মহালয়ার শুভ ক্ষনে,
আজও ঘুম ভেঙেছে বেতার এর কলতানে।🌼


-


8 OCT 2018 AT 11:20

আর একটা বছর কেটে গেল,
কাশ ফুলের গন্ধ আবার ছড়িয়ে পড়েছে সর্বাধিক,
শারদের গন্ধে সবাই মেতে উঠেছে চারিদিকে,
মনে হয় 'মা' সবার ঘরে ঘরে 'আগমন বার্তা' পাঠিয়ে দিয়েছেন,
তাহলে এই 'আগমন বার্তার' শুভেচ্ছায় এবং সবার ভালোবাসায় জীবন হয়ে উঠুক মঙ্গলময়।
'মহালয়ার' এই শারদ প্রভাতে জানাই 'শারদ শুভেচ্ছা'।

-