💕উপহার 💕
নীল ধ্রুবতারার ন্যায়, অক্ষয় হোক তোমার জীবন।
পাহাড়ি ঝর্ণার কলতান স্বরূপ, তেজস্বিনী দুই নয়ন।
তোমার হাসির স্নিগ্ধতায়, আলোময় ঘরদোর।
তোমার লেখনীর মায়া, ছড়িয়ে পড়ুক ভূবন ভর।
এই শুভ দিনে তোমারে দেওয়ার মতো,আমার কাছে উপহার নেই তো কিছু।
অনুরাগের ঝুড়ি নিয়ে, রইবো জীবন ভর তোমার পিছু পিছু।
তুমি ভালো থেকো,সুস্থ থেকো এই প্রার্থনা আজীবন।
তোমার মতো দিভাই পেয়ে,ধন্য আমার এ জনম।।@মেঘা🌧-
🕊খেয়াতরীর মাঝি🕊
তার,দু-নয়ন জুড়ে অবিরত বারিধারা।
আমার হৃদয়েরে করেছে ছন্নছাড়া!
একদিন, যে দু-নয়ন শিখিয়েছিল বাঁচার মানে।
আজ,নিষ্প্রভ সেই নয়ন যুগল,কেন ,কারণ কি কেউ জানে?
নিশাচর যত বিহঙ্গ, তারাও ফিরেছে নীড়ে।
তোর ফেরার অপেক্ষারা, হারিয়েছে কোন ভীড়ে!
অনুরাগের বসত ছিল যেথায় দিবানিশি,
অমানিশার কালিমা সেথায়,মৃত নিশীথিনী শশী।
হারিয়ে গেছিস কোন অতলে...
কে ভাঙলো তোরে,কোন জাদু বলে!
আয় ফিরে আয় দিব্যি তোকে,শক্ত হাতে বৈঠা ধরে।
তুই যে আমার জীবন নাও এর মাঝি,বেঁধে ছিলি আগলে রাখার অঙ্গীকারে!!@মেঘা🌧-
🖤নিষিদ্ধ চৌকাঠ🖤
শতাব্দী পেরিয়ে, আজ দাঁড়িয়ে এক আগন্তুকের চৌকাঠে।
তবে, এই চৌকাঠ মাড়ানোর অধিকার আমি হারিয়েছি বহু যুগ আগে!
যার,হাসির ছোঁয়ায় মুগ্ধতায় পরিপূর্ণ হতো দুই নয়ন,
সাইকেলের টুংটাং আওয়াজে, ময়ূরপঙ্খী হত হৃদের প্রতিটি কোন!
তার, রঙ তুলির আঁকিবুঁকি তে বাঁধতে চেয়েছিলাম সুখী গৃহকোণ।
আচ্ছা...
সব আশাদের কি পূর্ণতা পাওয়ার অধিকার আছে?
কতো, অনুরাগে ভরা হৃদয়ই তো নিত্য ধুঁকে বাঁচে!
প্রতীক্ষারা ধর্য্য হারায়!
তবুও পিছু ডেকে, কোনও চেনা স্বর আর বলেনা,শুধু একটি বার ফিরে আয়!
তুই বিনে আজ চালচুলোহীন আমি,আজও তোর অপেক্ষায়!
গুছিয়ে নে আমায়, আর হসনে অভিমানী।
'তুই' নামটা যে আমার কাছে ভীষণ দামী।
অলীক স্বপ্ন দেখা বৃথা জানি,
বলেছিলাম না, চৌকাঠ মাড়ানোর অধিকার হারিয়েছি আমি!
তাই, যে ডাকে শত অবহেলা সত্ত্বেও ফিরে আসা যায়।
সেই অচিন পাখিরে,এ পোড়া মন পেয়েও হারায়।।@মেঘা🌦
-
মৃত্যু যন্ত্রণা সহ্য করে,বেঁচে যাওয়া মানুষটা জানে,যে মৃত্যু কতটা ভয়ঙ্কর!
তোমরা যারা রোজ বলো, জীবনের চেয়েও মৃত্যু সুন্দর,মরে গেলেই ভালো হতো।...
আসলে তোমরা জানোই না যে, মৃত্যু কতটা নির্মম!
সে ধনী-গরীব,নামী ব্যক্তি-গুমনামী ব্যক্তি, কারোরই আপন নয়।
যে বা যারা মৃত্যু কে কাছে থেকে দেখেছে, কেবলমাত্র তারাই জানে, জীবন কতটা সুন্দর,ঈশ্বরের দেওয়া এক অমূল্য সম্পদ।
তাই যতক্ষণ শ্বাস আছে জীবনকে সুন্দর করে বাঁচো।
ওই যে শাহরুখ খান বলেছিলেন না..." কেয়া পতা কল হো না হো।"
জীবন মানেই যুদ্ধ বস্,বাঁচাতে গেলে যুদ্ধ তো করতেই হবে। তবে এই যুদ্ধে কখনও হেরে গেলে চলবে না,অদম্য সাহস দেখিয়ে,ফিরে তোমাকে আসতেই হবে। তোমার নিজের জন্য,আর এই স্বার্থপর দুনিয়ায়,যারা তোমায় মন থেকে ভালোবাসে,স্নেহ করে শুধু তাদের জন্য!
তোমার সকল দুশ্চিন্তা প্রিয় সখা শ্রীকৃষ্ণের চরণতলে অর্পণ কর,আর ভালোবেসে বল, রাধে রাধে।
দেখবে জীবন কতটা সুন্দর। 🌼🎋@মেঘা🌤
-
বিরহের একতারায় উঠলো বেজে, ছুটির কলতান!
অনুরক্তির দোসর যেন, নীরব অভিমান!!@মেঘা☁-
🖤वजूद🖤
हाँ,बहुत याद आती है तेरी!
इन बहती अश्क से पूछों,कितनी पाक है मोहब्बत ये मेरी!
जुदा होना तो मुकद्दर मे ही था,
फिर, लोग क्यों कहते है...
हमारी इश्क़ रह गई अधूरी!
तलाश ति हु तेरी वजूद,आज भी बिखरी हुई ज़िंदगी के पन्नो पे।
हम समेट ते रह गए,और हमें तबहा कर दिया अपनों ने।।@मेघा☁-
প্রিয় ২০২৫,
তোমার কাছে একটাই আর্জি আমার।
মানুষের মধ্যে, একটু মানবিকতা জাগাতে পার কি!
জানো, ২০২৪-এ আমি শহর দেখেছি ,শহরের রূপ কেনো এতো নিঠুর। তুমি জানো, শহরে কেউ কারও নয়।
অন্যের বিপদে সবাই মুচকি হেসে পাশ কাটিয়ে চলে যায়।
আমি নিতান্ত গাঁয়ের মেয়ে,আমি শুধু জানি সবাইকে ভালোবাসতে,পরেরও আপন হয়ে থাকতে।
আমি ওই হৃদয় হীন শহরের কথা, কিছুতেই ভুলতে পারছি না জানো। কতটা নির্মম, ও হৃদয় বোঝে না।
বোঝে শুধু স্বার্থ! মানবিকতা ওর থেকে ক্রোশ দূরে।
ওর পাষাণ হৃদয় জুড়ে শুধু নিষ্ঠুরতা বিরাজ করে।
শহর আমায় কাঁদিয়েছে জানো!
যদি পার, শহরের মনে আমার গাঁয়ের মতো নির্মলতার হাসি এনো।
শহরও,স্বার্থ ভুলে সকলকে নিজের বুকে আগলে রাখে যেন!!@মেঘা☁
-
আলো মাখামাখি একটা সকাল না হয় তোমাকে দিলাম।
ওখান থেকে না হয় একটু আলো আমার জন্য রাখলাম।
একটা সোনালী বিকেল তোমায় না হয় উপহার আমি দিলাম।
ওখান থেকে না হয় আমি আমার জন্য একটু খুশি নিলাম।
একটা আলো আঁধারি স্বপ্ন মাখানো রাত আমি তোমায় দিলাম।
ওখান থেকে না হয় আমার জন্য আমি একটু জ্যোৎস্না নিলাম।
তোমার জন্য সব কিছুই হোক আলো মাখামাখি
আমি ওখান থেকে সব কিছু নিয়ে নেবো আধাআধি।
জীবনে সুখ - দুঃখ গুলো করবো সব কিছু ভাগাভাগি।
দেখবে কপূরের মতো উড়ে গেছে সব রাগারাগি।
স্মৃতির পাতায় আবেগ গুলো উঠবে আবার জাগি।
কলমে,দিদিভাই🌼-
তোমার নামেতে আমার সকাল লেখা
তোমার নামেই আমার প্রথম সূর্যদোয় দেখা।
তোমার নামেই জমা হয় আমার
সকল কবিতা।
তোমার নামে জল থৈথৈ
আমার শুকনো উঠোন কাদা।
তোমার নামে ঢেউ দিয়ে আসে সুখ
তোমার নামেই জ্বর জালা
আমার মনের অসুখ।
তোমার নামেতে একটা বছর
হয়ে গেল পার।
সকাল, দুপুর বাসবো ভালো
পঁচিশেও আবার।
কলমে দিদিভাই 🌼-
প্রিয় পরিবারের তরে......
পরিবার বলতে আমি বুঝি,যারা আমার প্রিয়জন,যারা আমায় অনুরাগে ভরা স্নেহের আচ্ছাদনে আগলে রেখেছে।তারাই আমার কাছে পরিবার। তোমরা সবাই, কবে যে আমার এত্তো কাছের হয়ে উঠেছ, বুঝতেই পারিনি।
এই নতুন বছরে আমার এটাই প্রার্থনা,আমার পরিবারের প্রতিটি মানুষ যেন, তাদের জীবনের প্রতিটি মুহুর্ত আনন্দ এবং সুস্বাস্থ্যের সাথে যাপন করতে পারে। প্রত্যেকের সমস্ত ব্যথা,বেদনা নির্বাসনে যাক,জীবনের গতি হোক উচ্ছল নদীর মতো।
ভীষণ ভালোবাসি তোমাদের এবং তোমাদের সৃষ্টিকে। এভাবেই সকলে লেখার জগতটিকে আলোকিত করে রেখো,তোমাদের দীপ্তিময় লেখনী সম্ভারের জ্যোতি দিয়ে।
নতুন বছরের অন্তহীন শুভেচ্ছা সহ ঝুড়ি ঝুড়ি ভালোবাসা জানাই আমার পরিবারের প্রতিটি সদস্যকে। তোমার সবসময় ভালো থাকো ও সুস্থ থাকো আর অবশ্যই লিখতে থাকো।।
@তোমাদের মেঘা☁-