Subhomita Pramanick   (মনের কথা)
854 Followers · 339 Following

💝🍁My standards are high.....just like mountain top🍁💝
Joined 31 July 2020


💝🍁My standards are high.....just like mountain top🍁💝
Joined 31 July 2020
6 MAR 2024 AT 15:12

এক উষ্ণ পরশে
যখন তুমি এলে মোর একান্ত কাছে,
বৃষ্টি মুখরিত দিনে এক-হাঁটু টলমল জলে
প্রেমের নৌকোখানি ভাসিয়ে চলি সেই দিগন্তে।

শান্তি নীড়ের সন্ধানে, তোমার কাঁধে মাথা
চোখদুটি থমকে দেখে দূরকৃষ্ণ মেঘমালা,
নেত্র পল্লব সিক্ত করে প্রবল বর্ষণধারা
তবুও জেনো জ্বলতে থাকে প্রেমাগ্নিশিখা।
এক উল্লাস চিত্তে দুজনা অনন্ত পানে চেয়ে
হারিয়ে গেলাম কল্পনা-মদির সুসজ্জিত দেশে,
প্রতিশ্রুতিরা বলে ওঠে - "আমরা তো সত্য"
কিন্তু পথ যে কঠিন, সুদূর প্রসারী মোদের গন্তব্য।



-


6 MAR 2024 AT 12:58

that life is like a drought river where have much up-downs. I understood that if we accept every situations in cool way and try to find the solution and then again lead a simple life, then the way of life is smooth. Life is a mathematic where if every calculations are solved, then it will be easy to lead. So it's better to make life as you want.

-


3 MAR 2024 AT 13:57

really generous human being as we want. But it's very rare. In opposite side, some people are like playful mind, dishonest and though they cheat others a lot, they are also cheated. Now recognising a person completely is not possible. So we should be careful to choose our surrounding persons for our good.

-


3 MAR 2024 AT 11:12

কেবল শাসকজাতির জয়গান,
বিস্মৃত হয়ে যায় তাদের কথা
অজস্র শ্রমিকের কলতান।
বিলাসী শাসকের দম্ভ ব্যাপক
নিজ সুখেতেই মত্ত,
জানেনা তাঁরা সেই ইতিহাস
আজ মানবের চোখে নিন্দিত।
সত্য কখনো নেয় না আশ্রয়
একাধিক মিথ্যার ছলনায়,
ধুলিমলীন হবে সেই মিথ্যাপত্র
চারিদিকে সত্যেরই জয়গান।।

-


3 MAR 2024 AT 0:34

অপেক্ষা

শহরের বুকে স্নিগ্ধ সন্ধ্যা, মনে করায় বহু কথা
আনন্দ চিত্তে বলে ওঠে সে যে অপেক্ষায় সেথা;
জনমানবহীন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, দৃষ্টি যায় সেই দূর রেলপথে
ভাবি কখন আসবে ওই লৌহশকট
নিয়ে যাবে আমায় তোমার নিকট।
তোমারি চোখে চোখ রেখে, জড়িয়ে ধরে আমি
বইবো মোরা ভালোবাসার নদীতে
স্তব্ধতার জানান দেবে এ পৃথিবী।।

-


3 MAR 2024 AT 0:18

that "I always stay with you, because I'm not like others".

-


8 DEC 2022 AT 11:32

নীরবতার ঘনত্বে আজ নীলাভ আত্মার বাস,
জ্যোৎস্না স্নাত হৃদয়ে তাই শীতলপাটির চাষ।

-


6 FEB 2022 AT 22:23

Although beauty is
the victory in the
game of beauty
and ugliness,
beauty could never
be intoxicated
if it was not ugly.

-


30 MAY 2021 AT 10:16

জীবন সংগ্রামের ভাবান্তরে আছে যত অসুখ
কালি কলমের আঁচড়ে সেটাই কবির সুখ।
শব্দগুলো এলোমেলো, পায় না খুঁজে তল,
হৃদয় তবু আলিঙ্গনে ছুঁতে চায় অতল!

-


23 MAY 2021 AT 20:34

ঘামার্ত শরীরের উষ্ণতা,
দু'হাতের আলিঙ্গনে তপ্ত কঠিনতা...
স্রোতের ধারার জোটবদ্ধতা,
ভবিষ্যত প্রজন্ম দেখায় বৃদ্ধাশ্রমের নীরবতা।

-


Fetching Subhomita Pramanick Quotes