Joy sankar   (জয় শঙ্কর)
73 Followers · 4 Following

read more
Joined 27 May 2019


read more
Joined 27 May 2019
27 JAN 2023 AT 16:30

একটি বিরাট নদীর ধারে , অপেক্ষা থাকে শব্দনীড়ে
বাঁচার প্রয়াস থামিয়ে মৃত আজ শুষ্কচড়ে।
হারিয়ে ফেলো কুম্ভকর্ণের অভিশাপ , জেগে থাকো
দীর্ঘ বিরহের অন্ধকার ভাঙো রঙিন ছবি আঁকো ।
এই ক্ষুদ্র চেতনার ডোমেইনে ডুবে যাও আরেকটিবার
থেকে যেতে পারো অনন্ত, বারণ করব না একটিবার।

-


3 OCT 2022 AT 16:10

একটি মেঘ নামবে তোমার নামেও
তোমার বুকের মাটিও হবে নরম
এক শরতের আকাশ যাবে সরে
তোমার জন্য কান্নায় সরগরম।

একটি রাত জাগবো সবাই মিলে
আশা বুকে বেঁধেছিলে তুমি খুব
পারলাম সেই দিনটি তোমায় দিতে
দিনটি মনে থাকবে আমার খুব।

কষ্ট বুকে বেধেছিলাম ভীষণ
নিমিত্ত ও পারলে না ছিঁড়ে দিতে,
সোনার আসন পেতে তোমায় দেবো
যদি একটু সময় আমায় দিতে।

ঈশ্বরও কি এমনই করে বলো?
দৈববাণীও বদলে যেতে পারে!
যে রাজা হারেনি কোনোদিনও
সেই রাজাও তো শেষের দিনে হারে।

তবে তুমিই বা কেন অন্যরকম হবে?
ইষ্টের ডাক মানবে কেন বাঁধা?
যা কিছু সব মিছা মায়ার বাঁধন
জীবন ভীষণ কঠিন গোলকধাঁধা।

আরেকটিবার আবার দেখা হবে
তুমি ভাই আর আমি দাদা হবো
তোমার মতো আর হবেনা কেউ
তুমি ভীষণই অন্যরকম এমন ভাবেই ভালো।

-


11 AUG 2022 AT 20:42

স্মৃতির পরিবর্ধনে
ভালোবাসো অটুট হোক
রাখীর সুতোয়,
বন্ধনে।

-


7 AUG 2022 AT 23:06

জগৎ যখন ভীষন ত্রাসে
রক্তক্ষয়ী সর্বনাশে
উদ্দামতার মোহে রাজা
অভিবাদনের হারায় জ্ঞান।

বিজ্ঞ রাজার শাসক সেনা
রাজার কাণ্ড সবই জানা
নাও তুলে ফের তরবারি
বাঁধন মুক্তি চেয়ে।

ভয় কেনো তোর যুদ্ধে যেতে
কোন শেকলের মায়ায় বেঁধে
ভেঙে ফেল তোর শেকল বাঁধন
পরশুরামের কুঠার নিয়ে হাতে।

ধর্ম রাজার প্রজাপালন
রক্তমাখা রাজার শাসন
মানবি কেনো রাজার সেনা
মহাকালের দুন্দুভিনিনাদ ডাক।

-


5 JUL 2022 AT 7:37

তোমার সাথে বাঁধবো আমার ঘর
কুড়িয়ে নিয়ে যা পাই খড়কুটো
বসন্তের আর অপেক্ষা নেই এখন
ভালোবাসাই ভরিয়ে দেবো মুঠো।

-


29 JUN 2022 AT 21:47

বয়ে যায় ঝর, নদী, ছুটে চলে আলো
কত ব্যথা দমে যায় স্মৃতি করে কালো।
যেথা শির নত হয়, পূর্নছেদ টানা
বুজে যায় কত নদী, বাঁচতে তাদের মানা।

-


10 JUN 2022 AT 12:47

সর্বনাশের কোলে
ক্লান্তিমাখা বিভীষিকারা
পেন্ডুলামে দোলে।

-


9 JUN 2022 AT 9:26

থমকে যায়নি স্বপ্নগুলো
ধীরগতিতে ছুটছে আগে
সফলতাকে নিবো ছুঁয়ে
ব্যর্থ কথা উঠার আগেই।
সফল হওয়ার মন্ত্র জানি
ব্যর্থ হওয়ার নাইকো ভয়
অপেক্ষাদের শুরু এখন
সফল হবে, হবেই জয়।

-


8 JUN 2022 AT 9:04

বুকের ভেতর পাহাড় গড়ুক
বুকের ভেতর সমুদ্র হোক বড়
ক্লান্তি ধুয়ে নোনার জলে
লড়াইয়ের পাহাড় চড়।

-


5 JUN 2022 AT 9:30

জগৎ যখন ভীষন ত্রাসে
রক্তক্ষয়ী সর্বনাশে
উদ্দামতার মোহে রাজা
অভিবাদনের হারায় জ্ঞান।

বিজ্ঞ রাজার শাসক সেনা
রাজার কাণ্ড সবই জানা
নাও তুলে ফের তরবারি
বাঁধন মুক্তি চেয়ে।

ভয় কেনো তোর যুদ্ধে যেতে
কোন শেকলের মায়ায় বেঁধে
ভেঙে ফেল তোর শেকল বাঁধন
পরশুরামের কুঠার নিয়ে হাতে ।

রাজার ধর্ম প্রজাপালন
পালন ছেড়ে করছে শাসন
ব্যভিচারের গণ্ডি টপে
রক্তচক্ষু রাঙিয়ে চলে
সংঘবদ্ধ বজ্রমুষ্টি
রাজা যাবে অস্তাচলে।

-


Fetching Joy sankar Quotes