যত্নে রেখেছি তোর ছবি।
আর তোকে ফিরে পাওয়ার আশায়,
আজও এ নয়ন দিন গুনে যায়।।-
ডিপ্রেশনে থাকা মানুষগুলোকে কখনো কাঁদতে দেখা যায় না, হয় তারা পাগলামো করে সবাইকে মাতিয়ে রাখছে,
নয় মন খুলে হাসছে।-
নিজেকে সবার কাছে প্রমাণ করার চেষ্টা করো না,
যে যা ভাবছে ভাবুক,তুমি তোমার মতো থাকো...!
-
নিজের সাথেই নিজের যুদ্ধের শেষ নেই। অন্যের সাথে প্রতিযোগিতায় নামার সময় কই?
-
জন্মদিনে সকালে যখন বর আর সন্ধ্যা বেলাবেলায়
WISH না করেই অফিস চলে যায় অফিস থেকে
তখন আমি ফিরে এসে বর যখন
SURPRISE PARTY
দেয় তখন আমি-
মৃত্যুও পারবেনা মুছে দিতে তোমার স্মৃতি, রয়ে যাবে হৃদয়ে তুমি এক শতাব্দী।।
-
বাকি জীবনটুকু এভাবেই কেটে যাক।
ইশারায় বলা মনের কিছু কথা,
অনুভবে প্রকাশ পাক।।-
আজ মনের অন্তরে স্মৃতিদের আনাগোনা ,
তোমায় ভেবে রোজ হয়েছি আনমনা,
এখনও অতীতের পাতায় তোমায় খুজেঁ পাই ।
আজ এ চিঠি লিখছি তাই।।
-