ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়,
কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সাধ দেয় না,,-
কেউ পছন্দ না করলো
তো কি হয়েছে,
ভগবান তো আমায় পছন্দ
করেই পৃথিবীতে পাঠিয়েছে,
তাই না...😊-
এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ,
কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ
চেনা বড় দায়....!তাই না বন্ধুগণ...😄-
ছোটবেলায় মা বলতো সবাইকে ভুল ধরিয়ে দিতে নেই, ভুল শুধু জ্ঞানী লোক কে ধরিয়ে দিতে হয়, কারণ কোন জ্ঞানী লোক কে ভুল ধরিয়ে দিলে সে তোমায় বন্ধু ভেবে নেবে, আর কোন মূর্খ লোক ভুল ধরিয়ে দিলে সে তোমার শত্রু বানিয়ে দেবে, কথাটা একদম সত্যি,,
-
মানুষ শুধু ব্যাথায় না,কথায়ও মরে,
কথায় যে কতো ব্যাথা তা শুধু আঘাতপ্রাপ্ত
মানুষটাই জানে,-
মাঝে মাঝে মন খারাপের পেছনে,
এতো বেশি কারণ থাকে যে,
নিজেই বুঝতে পারি না যে কোন
কারণে এতো কষ্ট পাচ্ছি,,-
জীবনটা বড়ই অদ্ভুদ,
যার আছে তার সবই আছে,
আর যার নেই তার কিছুই নেই,
যে পায় সে সব পায়,আর যে
পায়না সে কিছুই পায় না,,-
সুখ মানুষের জীবনে অহংকার পরীক্ষা নেয়,
আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়,-