কাশচাদরের মুঠোকব্জায়
স্ফটিকসিক্ত শিউলিফুল ,
রোজনামচার বিব্রতপটে
ব্যাকুল
রমণীর কানেরদুল |
পুনরুদ্ধারকারী শৈশবপত্রিকায়
কা-জ-ল-ল-তা-র
আলগা সোহাগ ,
উদারমনা রোদআঙিনায়
আজি শরৎমুখী পরাগ ওড়াক |-
( প্রথম পর্ব )
ভাবজগতের আদিখ্যেতা কিনা শৈশবের সিঁ-ড়ি-র-ঘ-রে মোদের বদ্ধ !
আঁধার নখের আঁচড় হানায় হলদেটে রবিও বুঝি বেশ ক্ষুব্ধ |
শিউলি-টগর খুনসুটি প্রমোদ ; অধরা মুঠোকব্জা ভরা ভ্রমকায়া,
সবুজ শতরঞ্জি জীবাশ্ম মাঝে শহরাঞ্চলে দাপট ব্যক্তিত্বের ছায়া |
পানকৌড়ি সব লোপাট গেছে ; কাশবন-নলবন কবিতায় পায়,
বিশ্বউষ্ণায়নে আশ্বিন ডোঙা চরে ভাদ্র মায়া নাহি ফুরায় |
খাদ্যশস্য আগুনের পরশমনি ; অভাবী ঘরে ঘুম না আসা গান,
মহামারীর কু-লো-স-জ্জা-য় তাই তো মানায় হাহাকারের সুপারি আর পান |-
আজ ফিরবে উমা কৈলাশে, মর্ত্যে হবে অকাল বিসর্জন
বিজয়া হবে ঘরে ঘরে, বছর ঘুরে আবার হবে মায়ের আগমন।
পরিবেশে আজ বিষাদী সুর, আকাশ বাতাস বিরহে আক্রান্ত
সিঁদুরের লাল সোহাগে, করুণাময়ীর দৃষ্টি হয় ক্রমশ ভারাক্রান্ত।
শারদীয়া আনন্দেমোড়া, দশমীর বিসর্জনে একরাশ শূন্যতা
ফেরারি সময়ে আবেগী বিরহ, একবর্ষ বিষাদের মত্ততা।
বিজয়া মিষ্টিমুখে, হৃদয় তবুও শোকাহত বিসর্জনের বিষন্নতায়
বছর ঘুরে আবার এসো মা, পরিযায়ী সময় তোমার অপেক্ষায়।
-
এই শারদীয়া অন্যরকম, অকাল মহামারীর রেশ
আগমনী শুভেচ্ছায়, মানুষের গৃহবন্দী বেশ।
উমা এসেছে বছর ঘুরে, শোধিতে প্রকৃতির ঋণ
আকাশে মেঘের খেলা, ঢাকের সুরে লাগে আশ্বিন।
শিউলি মাখা মায়ের পদধ্বনি, মিঠেল রোদ্দুর
কাশ বন অপরূপা, বাতাস মাখে আগমনীর সুর।
সময় ফিরুক আগের রূপে, মায়ের অপার মহিমায়
মুক্তি হোক বন্দী দশার, পূজিত উমা শ্রদ্ধার উপমায়।
নিধন হোক মহামারীর, সুখ সময়ের আচ্ছাদনে
আগমনী বার্তায় ভুবন আবৃত,মায়ের পুন্য দৃষ্টিকোণে।
-
মহালয়া
____________
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গাম্ভীর্যপূর্ণ কন্ঠে হলো সূর্যোদয়
শিউলির গন্ধে ছড়াল চারিদিকে আগমনীর বিজয়
সদ্য উঠছি তখন আধোঘুমে চোখ মেললাম দর্পণে
মা বলল 'পুরোহিত এসেছে, বাবা গেছে বুঝলি তর্পণে'
টিভি খুলতেই দেখলাম কোথাও মা মহিষাসুরমর্দিনী
কোথাও আবার ছোটোদের মহালয়ায় ত্রিশূলধারিণী
বেলা পড়তেই লুচি আলুরদমের গন্ধে বাড়ি মাতোয়ারা
আমি ভাবছি 'কোন কোন জামা পড়ব যে চারবেলা?'
-
আকাশে বাতাসে শারদীয় সুর,
কন্ঠে প্রকৃতির নতুন তান,
পেজা তুলো আকাশে ভেসে
ছড়ায় খুশির আগমনী গান।
সোনা রোদে হাসির ফোয়ারা,
সঙ্গ দিয়েছে চিকিমিকি বালি,
কুমোরটুলির মাটির গন্ধ,
আর মন কেড়েছে সুবাসী শিউলি।
কাশের বনে খাস খবর,
ধানখেত ভরেছে সবুজে,
পদ্ম গাছে কুঁড়ির মেলা,
সৃষ্টি আজ নতুন রূপে সেজে।।-
আজ বিদায় বেলায়,
মা গো তোমার চোখের জলেও
চেয়ে দেখি হাসি
আলতা সিঁদুর মেখে আরেকবার চলো
আনন্দের জোয়ারে ভাসি ।।
আজ বিদায় বেলায়,
তুমি চলে গেলে শূন্য এথায়
একাকী বসে হায়
আবার ফিরে আসবে কবে
থাকবো প্রতিক্ষায় ।।-
পুরো লেখাটা ক্যাপশনে...অনেকটাই বড় লেখা।একটু ধৈর্য্য ধরে পড়বেন প্লিজ💓💓💓😊😊😊। শুভ শারদীয়ার অনেক ভালোবাসা সকলকে !!
-