অর্গ্যাজ্যাম্
- মোহন দাস
বরফের উপর বরফ চেপে ধরলে
যে গলন আগুন ছাড়াই হয়
শরীরে শরীর মিশলেও দেখেছি বহুবার
সে গলন হৃদয়েতে হয়
অতঃপর শুধু সুখ যদিও ক্ষয়
জল গড়িয়ে পড়ে মাটিতে, ভিজে যায় প্রকৃতির মুখ
অথচ হায় !
একদিন সে জলের নাম আর
ঠিকানা পাল্টায় ।-
বিষাক্ত কবি
(মোহন দাস)
827 Followers · 44 Following
কবি মোহন দাস এর জন্ম নদীয়া জেলার শান্তিপুর ১৬ কার্তিক ১৯৯৬ সালে । চাকদহ সংলগ্ন সরমস্তপুর গ... read more
Joined 28 May 2019
26 JUN 2022 AT 13:51
21 FEB 2020 AT 9:16
বাংলা আমার মাতৃ ভাষা এ বাংলা আমার প্রাণ
বাংলা আমার জন্ম ভূমি করি বাংলার জয়গান ।
বাংলা আমার স্বর্গ রাজ্য বাঙালিই আমার জাত
বাংলা আমার স্বপ্নের দেশ আওরায় দিন রাত ।।-