Urmila Patra   (কলমে ঊর্মিলা)
398 Followers · 54 Following

read more
Joined 11 May 2020


read more
Joined 11 May 2020
17 SEP 2020 AT 6:30

" দেবীপক্ষ "

শিশিরনলক রূপ দূর্বা ঘাসে
ঢাকীর বাজনা, শঙ্খনিনাদ প্রভাত মাঝে,
শুভ্র বরণ কাশফুলেদের অতল ভিড়ে
আগমনীর সুর মহালয়া মর্তলোকে।
সুখস্মৃতির আশ্রয় মহান এ আলয়
দেবীপক্ষের মহাতিথিতে পৃথিবী মহালয়।।

শাস্ত্রে মিলায়ে মত, বিজ্ঞানে বহুদূর
বিশ্বাসে আস্থা হৃদয়ে মঞ্জুর,
পূর্বপুরুষ স্মরণে মহালয়া তর্পণ
প্রজন্ম হতে বয়ে চলা শান্তি অর্জন।
উত্তরপুরুষের আশ্রয় মহান এ আলয়
দেবীপক্ষের মহাতিথিতে পৃথিবী মহালয়।।

রণচন্ডীকা রূপ হতে দেবী মহামায়া
অসুরশক্তি বিনাশিনী তুমিই অন্নপূর্ণা,
খড়গ্ হস্তে শক্তি, শঙ্খে জগৎ সৃষ্টি
দশ হস্তে শতরূপে নারীশক্তির অধিষ্ঠাত্রী।
স্নেহের আশ্রয় মহান এ আলয়
দেবীপক্ষের মহাতিথিতে পৃথিবী মহালয়।।

-


11 AUG 2020 AT 8:12

"জন্মাষ্টমী"

(ক্যাপশন-এ চোখ রাখুন।)

-


18 JUL 2020 AT 9:53

"স্কুলের শেষ দিন"

কারোর মার্কশিটে ঢালাও নম্বর
কারোর বাড়িতে বকুনি,
উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে
এক অধ্যায়ের ইতি।

স্বপ্নের রঙিন কলেজ লাইফে
দ্রুত পায়ে এগিয়ে যাওয়া,
স্কুলড্রেসে পেনের কালির
ভয়ও এবার ত্যাগ করা।

বন্ধু বিচ্ছেদ মাধ্যমিকে
কিছু হয়েছিল ঠিক,
উচ্চমাধ্যমিকে বাকিদের
ঠিকানাও দিক-বিদিক।

নতুন বন্ধু অনেক
আসবে পাশে,
স্কুলের ব্যাচটা জমবে
হোয়াটসঅ্যাপ গ্রুপে।

-


11 JUL 2020 AT 11:28

কালের দৈত্য গ্রাস করে
অতীত ঘটনায় অকাল পড়ে,
স্মৃতি মুছে যায় অন্তরে
জীবন তো রই বাস্তবে।

সব ফুল পায়না ঠাঁই
দেবতার চরণে,
সব সম্রাট পায়না স্থান
ইতিহাসের পাতাতে।

ভিক্ষুককে যে দেয়নি ভিক্ষা
প্রিয়জনকে করেছে অবহেলা,
ভস্ম দেহ চিতার আগুনে
স্মৃতি যে হারায় সে স্বভাবে।

-


16 FEB 2021 AT 6:59

"অঞ্জলি"

শরৎ-এর শিশির জমে
শীতে কুয়াশার সামিয়ানা,
শুভ্র কাশ হতে প্রকৃতি
হলুদ গাঁদায় মেলে পাখনা।

শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা
শ্বেতবস্ত্র পরিহিতা, শ্বেতগন্ধে অনুলিপ্তা,
শ্বেতচন্দনে চর্চিতা, শ্বেতবীণাধারিণী
শ্বেত অলঙ্কারে ভূষিতা মা বিদ্যাদায়িনী।

জ্ঞানের দীপে উজ্জ্বলিত ভুবন
সংঙ্গীতে মুখরিত মুক্ত সমীরণ,
প্রভাতী অঞ্জলিতে দেবী আগমন
পূজা শেষে মণ্ডপে প্রসাদ বিতরণ।

-


14 FEB 2021 AT 10:33

"প্রণামী"

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কয়েকদিনের মধ্যে প্রকাশিত হয়েছে।
সুনীলের এক ছাত্র মেধাতালিকায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে
তাকে প্রণাম জানিয়ে গেল।
সুনীলের পিতা কৃষক হওয়া সত্ত্বেও পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। পরে
স্বর্গীয় পিতার নামে সে দারিদ্রগ্রস্থ ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে একটি
ছোট কোচিং সেন্টার উদ্বোধন করে।
সরস্বতী পূজা উপলক্ষে পূজো কমিটির কয়েকটি ছেলে চাঁদার জন্য
সুনীলের বাড়িতে হাজির।তাদের বক্তব্য- উপযুক্ত প্রণামী দান না করলে,মা
সরস্বতীর কৃপা কীভাবে পাবে? উত্তরে সুনীল জানায়- মা সরস্বতীর জন্য
প্রণামী আমি আজ ৪ বছর ধরে উপযুক্ত পাত্রেয় দান করে আসছি।

-


14 NOV 2020 AT 15:36

"জ্যোতি রূপ"

চন্দ্রহীন রাত্রি আঁধারে ঢাকা গগন
তারাদের দীপ জ্বেলে আলোকিত ভুবন,
পুলকিত রক্তজবার মনোবাঞ্ছিত আসন
ভূকম্পিত ধরাধামে মহাকালীর আগমন।

প্রদীপের উঁকিঝুঁকি গৃহ ঝাড়বাতি
জোনাকির টিমটিমে টুনিবাল্ব-মোমবাতি,
নক্ষত্র খচিত রাতে রোশনাইয়ে আতসবাজি
ফানুসের সৌকর্ষমন্ডিত প্রভা, অন্ধকারভেদি।

অমাবস্যা রজনীতে জগতের জ্যোতি রূপ
নির্ঘুম আঁখি দেবী দর্শনে উৎসুক,
অর্ঘ্য সাজিয়ে নিয়ে নিশি প্রস্তুত
স্তব-মন্ত্র পাঠ শেষে প্রসাদে তৃপ্তি সুখ।

-


9 NOV 2020 AT 16:01

" জোয়ারে নিয়তি "

ধূসর মেঘলোকে নদীর গতিবিধি
দেহটির ভেলা নিয়ে সাঁতারে মাঝি,
নদীর সমুদ্রকে আঁকড়ে তরঙ্গের সৃষ্টি
দীর্ঘ তিন বৎসর জোয়ারে নিয়তি,
লক্ষ্যচ্যুত করতে বিফল রাক্ষসী সিংহীকা
রণক্লান্ত সৈনিক,অন্ত বিজয়ের প্রতীক্ষা,
ভয়ানক গতিবেগ ঢেউ তরঙ্গে
মন্থনে আশ্চর্য অ্যালবাম অমৃত গর্ভে,
ডুবুরীর ঝিনুকে উপহার স্মৃতির কোলাজ
কালের হাতে গাঁথা নতুন ইতিহাস।

-


26 OCT 2020 AT 7:23

" বিজয়া দশমী "

মহালয়া হতে বোধন পেরিয়ে নবমী নিশি
আনন্দ পেরিয়ে আজি মন খারাপের দশমী,
অশুভ শক্তির বিনাশ শেষে শুভশক্তির স্থাপন
মর্তলোক অবতরণের মুখ্য উদ্দেশ্য পালন।

ষোড়শ উপাচারে অনুষ্ঠিত দেবীর পূজা
তিলোত্তমা নারী সিঁদুর খেলায় মাতোয়ারা,
অবশেষে বিজয়ার প্রণাম ও কোলাকুলি
ভালোবাসায় মিষ্টিমুখ শেষ বিদায় করুণাময়ী।

নির্দ্দয় রবি আজি এনেছে স্বর্গ হস্তি
বিষাদঘন হৃদয় তবু এতো বিধির বন্ধনী,
চতুর্দিন গৃহে যে প্রদীপ উঠেছিল জ্বলি
আগামী বছরের তরে আবারও প্রতীক্ষা গুনি।

-


25 OCT 2020 AT 7:53

"মহানবমী"

অশুভত্বকে বিনাশে শুভশক্তির জয়গান,
আত্মনিবেদনে বিসর্জন কাম-ক্রোধ-অহংকার।

উগ্রপদা তিথি শুক্লপক্ষে জপ,তপ,উপাসনা,
বলিদানে উৎসর্গিত স্বরূপ বোধের প্রতিবন্ধকতা।

বিধিমতে হোম যজ্ঞে অগ্নি সাক্ষ্য বহন,
শতোত্তর অষ্ট বিল্বপত্রে কল্পারম্ভ সম্পাদন।

নবমী অন্তে দশমী ভাবনা পরক্ষণ,
বিদায়ঘণ্টা শেষবেলার বেণু বাজে এক্ষণ।

শারদ নবমী নিশি না হইও অবসান,
এ রজনী বিদায়ে স্তব্ধ সব কলতান।

-


Fetching Urmila Patra Quotes