কি মিষ্টি, কত মিষ্টি, দেখে সামনের টেবিলেতে,
আছে সুগার,নেবে ইনসুলিন,লোভ তবু মিষ্টিতে।-
নেশার ঘোরে বাজে বকো বড় আজকাল
সময়ের স্রোত আনবে বয়ে আগামীকাল!
রাজ্য হারা রাজ্যলোভী কি আজ?
ভিন রাজ্যে তার এত কিসের কাজ?
এই রাজ্য অন্য কারো, স্বত্ব তারই কাছে
নিজের রাজ্য হরিয়ে আজ, লোভী হওয়া কি সাজে?
-
বাক্যহারা সৈনদল ।।
দেশের নেতার যতবল ।।
নিরব-মালিয়ারা বিদেশ পালায় ।
বেকার যুবক পকেট কাটায় ।।
Politics আর ধাপ্পাবাজি
আর কতদিন করবে মালিক ।।
কিন্তু আমি বেশ আছি ।
সারাদিনটা fb আর whtsp তে বাঁচি ।।-
হৃদয় খানি বেঁচতে গিয়ে ফিরে এসেছো কিসের লোভে?
অর্থ,প্রতিপত্তি ছাড়াও ভালোবাসার ডিঙ্গা খানি আছে এই জগৎ ভবে,
ভবিষ্যতে কি পাবে করমরিয়ে অর্থ খাবে?
নাকি হৃদয় খানি ফুলের তোড়ায় সাজিয়ে নিয়ে দিন কাটাবে,
হায়রে লোভ,, হায়রে চাওয়া জীবন টাকে ক্ষত করে বেজায় খুশি মনকে মেরে,, বলছে দেখো,, ছিলাম, আছি, থাকবো লোভে ভরা মনের ঘরে।-
রাজরানী হতে চাইনি তোমার কুঁড়ে ঘরের মালকিন হতে চেয়েছিলাম।ঐশ্বর্য চাইনি তোমার হাত দুটো চেয়েছিলাম।সোনার পালঙ্ক চাইনি তোমার বুকে আশ্রয় চেয়েছিলাম.....
সত্যি আমি খুব লোভী বলো???-
পাষাণ অপেক্ষা কঠিন আমি ,
চাইনা দিতে কিছু ।
সূর্যের চেয়ে তেজী আমি ,
জ্বালাই আপন ষড়ঋতু।
চোর নয় শুধু জোচ্চোর আমি,
তাই মিথ্যে খোলোসে ঢাকি।
ঠকবাজ তাই নকল বেচি
আসল টাকে আড়াল রাখি।
এরপর ও চাই ভালো বাসা
কে আগলাবে এই মন্দ বাসা ?-
ইচ্ছে তো সবারই থাকে ..
কারও কম,
তো কারও বেশি ...
প্রকাশ পেলে লোকে বলে লোভী !!
তবে বাকিরা কি ছদ্মবেশী ??-
গর্জে উঠা মেঘের কোলে ,
যখন বৃষ্টির হলো সূত্রপাত।
প্রেম মায়াতে জব্দ সেতো,,
মৃত্যু তাহার নির্ঘাত।।-