Afan Ashik* (নিশাচর)   (🅒︎ আফান আশিক 👤)
319 Followers · 26 Following

read more
Joined 12 May 2020


read more
Joined 12 May 2020

~ অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যে তারা ,
তাকে আমি সব বলেছি , শুধু তোমার গল্প ছাড়া ..!

-



" এক জীবন "
----------------

~ এই বাদলা দিনে ধুলোর পথে
মুছে যাক ক্ষতবিক্ষত সব গ্লানি ,
মেঘের ডানায় বৃষ্টির ফোঁটায়
উদ্দীপিত হোক আমার আরেক জীবন ।

© আফান আশিক👤
29/07/2022

-



~ ওগো বৃষ্টি, ওহে শীতল বায়ুর ধারা
আর কতকাল রবে বর্ণহীন শিহরীতে ..
ধীর প্রবাহের দীর্ঘ ক্লান্ত পথ পার হয়ে
অশ্রুবিজরিত শহর প্রার্থনা করছে তোমায় ।
এসো, এ জীবন প্রগাঢ় করো বৃষ্টি মেখে
উদ্দেশ্য যতই বা বদলে যাক ক্রমাগত।
ওগো বৃষ্টি তুমি ফিরে এসো আবারো
জীবন -তৃষ্ণা আমারে করেছে ছারখার !

-



~ একটা জন্ম এমনি এমনি কেটে গেলো ,
একটা জীবনও দেখতে দেখতে হঠাৎ চলে যাচ্ছে গন্তব্যে
তবুও তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না !

-



~ সেদিন মুখোমুখি দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে..
তোমার চোখের ইশারায় আজও খাঁচা বন্দী আমি !

-



~ নারীর ধৈর্য মহাকাল পর্যন্ত...

-



~ যাদের কোনো বন্ধু নেই..
আমিও ঠিক তাদের দলে !

-



" অভিমান "

~ সমস্ত পৃথিবীর প্রতি অভিমান করলে ,
কাছের মানুষের কাছে সে অভিমানের গল্প বলে বলে নিজেকে হালকা করা যায়।
কিন্তু অত্যন্ত কাছের মানুষের প্রতি অভিমান হলে ,
সে গল্প নিজের ভিতরেই গিলে ফেলতে হয় ।
কারণ অনুভূতি প্রকাশের সীমাবদ্ধতা বড্ড ভয়ংকর হয় !

-



" মানুষ একা "
---------

~ ছেড়ে যেতে যেতে ছাড়বার মতন আর কিছুই বাঁকি নেই ।
নেই আলো , নেই অন্ধকার , নেই কোন মানুষ ।
কোথাও কেউ আর নেই , কোথাও কেউ দীর্ঘক্ষণ থাকেনি।
আর কেউই থাকবেনা চিরদিন ।
দিনের পর দিন মানুষ তার চিবুকের কাছে
প্রতিনিয়ত এসে একা একাই হয়ে যাবে !

-



" নিঃসঙ্গ রাত "
-----------------

~ এমনই এক রাতে মনে হয় যারা আজ নেই ,
তারা থাকলে বোধহয় জীবনটা ভীষণরকম সুন্দর হতো !
হয়তো সুন্দর হতো ভোরের কুয়াশা , বাতাসের ঘ্রাণ
মেঘলা রাতের চাঁদ , কিংবা ধূলো না জমা জানালার গ্রীল ।
আজ তারা কেউ নেই সম্পর্কে , কেউবা নেই পৃথিবীতেই !

একাকী গভীর রাতের প্রার্থনায় জীবনের পাতায়
অনুপস্থিত থাকা মানুষদেরকে পাশে চাইতে ইচ্ছে করে খুব ... !


-


Fetching Afan Ashik* (নিশাচর) Quotes