Subhojyoti Majumder   (Subhojyoti Majumder.)
61 Followers · 14 Following

read more
Joined 23 November 2018


read more
Joined 23 November 2018
19 MAR 2023 AT 1:13

বহুদিন আজও খুজেছি তারে,
পিছনে ফেলে এসেছি যাহারে।
সত্যিই কি সে আর নেই,?
জানিনা এ কোন দমকা হাওয়া,
হারিয়ে ফেলেছি তোমার ছোয়া।
চাইছি তবু পেয়েছি আর কই,?
জানিনা বেইমান হয়ে থাকলাম,
নাকি শুধু পুরোনো স্মৃতির পাতা,,
তবুও তুমি আজও আমার অবশিষ্ট গল্প,
আমার অসমাপ্ত কবিতা।।

-


15 JAN 2023 AT 0:42

হঠাৎই তোমার পায়ের ঘুঙ্গুরের শব্দে
আমার ক্লান্ত হয়ে পরা চোখের তন্দ্রা কাটবে।
তোমার খোলা চুল,তোমার চোখের কাজল, তোমার মুখের হাসি,,
আবারও আমাকে ফিরিয়ে নিয়ে যাবে এক যুগ পিছনে।
তোমার সামনে আবারও একি প্রশ্ন "পারবে আমার মত মানুষটার সাথে সারা জীবন কাটাতে"
আর তোমার আলতো হাসি ভরা লজ্জার মুখে উত্তর "আমার হয়ে তো দেখো"।
তুমি ভাবছো তোমার হয়ে ওঠা হয়তো আর হয়নি।
প্রেমের গল্পটা শেষ তো দুর কখনও শুরুই হয়নি।
হয়তো তোমাকে বলা হয়নি।।
কেটেছে বহু যুগ বহু রাত, বহু রবীন্দ্র সঙ্গীত।
কিন্ত তোমাকে আর সেই সাজে পাওয়া হয়নি।
তবে আজ আবারও দেখে বড়ো ইচ্ছা করেছে বলার
কিন্ত বলা বারন।
তোমার পাশে অন্য কেও পথ চলার।
আধ পোড়া সিগারেট ধরিয়ে শূণ্যে ধোয়া ছেড়ে ,নিজের ভিতরে প্রায় চিৎকার করেই বললাম,, শুনছো!আমি যে তোমারই ছিলাম, আমি যে তোমারই ছিলাম।।
ঘুঙ্গুরের শব্দ আবারও যেনো কোথায় হারিয়ে গেলো,
না বলা কথা না বলাই থেকে গেল
শুধু রইলাম আমি আর তোমার মুখ।

-


3 SEP 2022 AT 2:29

কেউ সুখ খুজেছে পিঞ্জিরাতে,
কেউ সুখ খুজেছে মুক্ত আকাশে।
কেউ পেয়ে রেখেছে অবহেলাতে,
কেউ অনুভব করে শান্ত বাতাসে।।
হে নদী, তোমার স্রোতের কূলে সবাই বয়ে যায়।
জমে থাকা শুধু পলির চর, নিস্তব্ধ রয়ে যায়।

-


3 AUG 2022 AT 1:05

প্রেম মিলনে পূর্ণতা পেলেও,
ভালবাসা কবিতা ও গল্পের লাইনে বেঁচে থাকে।!

-


3 AUG 2022 AT 0:41

তোমার পায়ের ঘুঙ্গুরের প্রতিটি ধ্বনি ,
আমার কন্ঠস্বর হয়ে ভেসে উঠবে।
তোমায় আঁকা প্রতিটি ছবিতে
আমার প্রতিছবি ফুটে উঠবে।
হাজারও ভিরের মাঝে,
যদি আমাকে না পাওয়া থাকো!
তোমার লেখা প্রতিটি কবিতার লাইনে
আমার বর্ননা ফুটে উঠবে।

-


8 APR 2022 AT 17:50

জীবনের একটা সঠিক সমাপ্তি ঘটানোর জন্য,
কিছু কিছু অসমাপ্ত গল্প থাকা খুব প্রয়োজন.............

-


27 MAR 2022 AT 21:25

বাস্তব কে মানতে জানো প্রিয়।

যার কাছে অর্থ আছে তার কাছে প্রীয়তমা প্রিয়।
আর যার কাছে প্রীয়তমা আছে তার কাছে অর্থ প্রয়জন।।

-


25 MAR 2022 AT 1:32

জীবনের বাধ্য খেলায়,
এ এক অবাক ঘূর্ণিঝড়।
তাকে তাজমহল উপহার দিয়ে,
আমি ভেঙেছি নিজের ঘর।।
সে শান্তিতে থাক, উচ্ছ্বাসে থাক ,,
তার জীবন হোক আলোর।
আমি তো না হয় বেজায় খারাপ,
তুমি অপেক্ষা কোরো ভালোর।।

-


26 JAN 2022 AT 0:12

তাকে কাছে পাওয়ার নেশায়, যত বেশি আসক্ত।
সম্পর্কের মায়া জাল, তত বেশি বিষাক্ত।।

-


28 DEC 2021 AT 0:54

তোমার চিঠির শেষ ঠিকানা, আকাশ যদি হতো।
ডাক বাক্সের শেষ খামটা,যদি তোমার স্পর্শ পেতো।
আমি হাসি মুখে সব ফেলে রেখে চোখটি আমার বুজতাম,
শুধু তোমায় পাওয়ার শেষ উপায় মৃত্যু যদি হতো।।।

-


Fetching Subhojyoti Majumder Quotes