Aditi Saha   (অদিতি)
433 Followers · 32 Following

read more
Joined 6 February 2019


read more
Joined 6 February 2019
16 MAR AT 14:08

চুপ হয়ে যায় কথারা সব ;
মৌন মিছিলে শুরু হয় পথ চলা।

উহু.. চিন্তা করো না, খুব যত্নে রেখেছি তোমায়।

ওই যে, আমার ঘরের পুব দিকের আয়নাটা ;
তার বামদিকের ওই কালো রঙের টিপটা ...
যাকে রোজ একবার হলেও নিজের কপালে সাজিয়ে দেখি ,
সাথে দেখি নিজেকে।
দেখি নিজের প্রতিবিম্ব, এবং ভাবি
মিছিমিছি
ভাবি, তুমি পাশে দাঁড়িয়ে।

যত্নে সামান্য মোড়কও শিল্প ,
অবহেলায় জীবন্ত মানুষও মৃত।

-


31 JAN AT 15:22

চোখ বুঝলে স্বপ্ন দেখি- এক অদ্ভুত স্বপ্ন;
যাকে বাস্তব ভেবে ভুল করে বসি বার বার।

মেঘলা আকাশ, আবছা অন্ধকারে যেমন দূরের কোনোকিছুই স্পষ্ট নয়..
ঘোলাটে।
ঠিক তেমনই বাস্তবটাও।

রূপকথার গল্পের মতো রঙচঙে মোড়কে মোড়ানো নয়
যার প্রত্যেকটা পাতায় আমরা থাকলেও,
গল্পটা শুধু আমাদের নয়।

-


11 JAN AT 11:58

ঘুমচোখে তখনো,
অপ্রত্যাশিতই ছিল- অনুভুতি থেকে সহানুভূতি।
কোলাহলের ভিড়ে একলা হওয়ার গল্পটাও ওই একই রকম,
বস্তাপচা।
নতুনত্ব বলতে তেমন কিছু ছিল না;
ওই সহনশীলতা থেকে মৌন নিস্তব্ধতা।

আসলে কোনো দাগই পুরোপুরি মোছে না,
সময়ের সাথে সাথে আবছা হয় মাত্র।
প্রলেপের ওপর প্রলেপ পড়ে ঠিকই,
কিন্তু তা চাপা পড়ে যায় না
ভেসে ওঠে ঠিকই।

দাগ কিনা।

-


28 DEC 2023 AT 22:43

ফ্যালফেলিয়ে চেয়ে থাকি শুধু;
দেখি..
যেমন আকাশের দিকে চেয়ে থাকতে ভালো লাগে-
নিষ্পলক ভাবে।
ভালো লাগে কাগজফুল,গঙ্গার পাড়;
পাড় বাঁধানো ঘাটে আছড়ে পড়া ছোটো ছোটো জোয়ারের ঢেউ।
যেমনি করে চোখের কোণ বেয়ে ঝরে পড়ে অযাচিত বাস্তব;
ধুইয়ে দেয় সমস্ত কিছু।
অবাক করায় প্রতিমুহূর্তে,
সম্মুখীন করায়, শেখায়।

মনে করিয়ে দেয়-
চাওয়া আর পাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য।

যেমনটা তুমিতে-আমিতে।

-


23 DEC 2023 AT 14:16

অমাবস্যায় চাঁদ খুঁজেছি,
দিন চেয়েছি রাতে।
প্রখর রোদে ছায়া খুঁজেছি,
মেঘ চেয়েছি হাতে।

ভিড়ের মাঝে ভয় পেয়েছি,
হারিয়েছি চেনা মুখ।
ভীষণ একলা থেকে বুঝেছি-
একাকিত্বেও আছে সুখ।

অসম্ভবকে খুব কাছ থেকে দেখেছি-
সৌভাগ্যই বটে।
একদম সাধারণের মতোই বেশভূষা তার;
শুধু ভাগ্যে রইতেই বাঁধে।

-


17 NOV 2023 AT 15:51

আমি তোমার চোখে হারানোর ভয় দেখেছি;
হাসি মাখানো মুখেও যে ভয় স্পষ্ট দেখা যায়,

আমি সেই ভয় খুব কাছ থেকে দেখেছি।

চোখের আড়াল হয়ে দেখেছি,
তোমার চোখ জোড়া যেন খুব করে কাউকে খুঁজছে।
দেখেছি, চিহ্ন রূপে তোমার কপালে ওই ভাঁজ-
যা আমি সামনে আসতেই বিলুপ্ত।

আমি তোমার চোখে আমার জন্য যত্ন দেখেছি
মায়া দেখেছি,
আমাকে আগলে রাখতে দেখেছি।

দেখেছি 'আর একটু থেকে যাও'র মিনতি।

দেখেছি, ফিরতি পথে তোমার মুখে তৃপ্তির হাসি
দেখেছি, 'আবারও দেখা হবে' সেই প্রতিশ্রুতি।

-


16 NOV 2023 AT 11:38

চাইলেই মেলেনা সব,
একার ইচ্ছেতে যায় না ঘর গড়া।
অধরা যা কিছু রইলো পড়ে..
থাক নাহয় সেসব আফসোসের ঘরে জমা।

আসবে কী কখনো ফিরে?
অবসরে কী পড়বে মনে পুরনো কথামালা?
নাকি সবই ছিল মিছিমিছি-
মনভোলানো খেলা?

ভুলতে চাওয়া অতীতের প্রধান তুমিই কারণ;
ভুলতে চেয়ে দেখি গিয়ে- তোমায় ভোলা বারণ।

-


16 NOV 2023 AT 11:29

We may be called whatever the world chooses to call us.

But we destroy ourselves in order to prove our love,
to prove we exist.

-


8 NOV 2023 AT 12:51

হাসতে জানলে দুঃখ ঘোচে, ঘোচে অ-সুখীর তকমা।
মুছে গেলে কালো সব- আলোর দাম থেকে না।

-


8 NOV 2023 AT 12:47

ভাবনাগুলোকে দিয়েছি ছুটি,
তবু কেন ফিরে ফিরে আসতে চায়?
মুক্তি দেবো বললেই কী!
সব কিছু ছেড়ে আসা যায়?

-


Fetching Aditi Saha Quotes