অবাক লাগে মৃত্যুর আগে
সবাই থাকি অপরিণত !
বাস্তবে নয় ,ভাবনাতে
সব জীবিত কিংবা মৃত !
-
পারলে তাকে জড়িয়ে রেখো আপন ক্ষণে
অনুভবে পড়ে নিও জমানো অভিমান
বুঝে নিও তোমার আমার বিচ্ছেদের মানে ।-
পরিত্যক্ত শিকড়ের টানে
মেঘের চাদর হারিয়ে ফেলার
অমোঘ কালের নিয়ম জানে
তুমি বিন্দু হয়েই এসো
আমি জমিয়ে রাখবো বুকে
তখন রোদের সাথে হেসো
শোনাবো গল্প কিংশুকের।।-
খুঁজতে তোমায় নিখোঁজ আমি
হয়েছি দেখো ঘরছাড়া
আপন ঘরেই ছিলে তুমি
কোন শাপে আজ তুমি হারা?-
বাঁচতে বাঁচাতে বিষ ঢালছি কালোস্রোতে,
তবু কার্পন্য দেখিনি করেছো উজার ।
বিঞ্জদের অঞ্জতায় আগ্রাসী প্রতিযোগিতায় মেতে, মাতৃ জঠর আজ ছারখার ।-
ফেলে আসা পথের আবছায়া রং
যখন ঘিরে ধরে ,
নীরবতা ভেঙে চঞ্চল মন
সময় হারিয়ে ফেরে ।-
যেটুকু সময় সাথে আছি সেটুকু ই সঞ্চয়
মৃত্যু এসে ছুঁয়ে গেলে নিঃস্ব হতে হয় ।-
বলোতো ভালোবাসা কোথায়?
আবেগই খোঁজায়,
আবেগই ফেরায় ,
অপেক্ষারা শেষ হয়ে যায়
তবুও অপেক্ষা শেষ হয়না ।-
হাসতে হাসতে করলে খুন পলকেই টুকরো হলো
তবুও কেন অবুঝ মন আগলে রাখে বলো!-