-
এইতো সেদিন কী ভুললাম,
তার জন্য খুব কথা শুনলাম।
আমার ভুল-ত্রুটি একটু বেশি,
যেহেতু ভুলমনটার সঙ্গে মিশি।
ভুলমনের ব্রেনটাতে যেই দিতে যায় শান,
একটু ভুল করলে ব্যাস যায় চলে মান-সন্মান।
ভুলোমন আমার একটু বেশি কী যে করি,
এই রোগ সারাতে সারাতে বয়স পেরোলো কুড়ি।
ভুলোমনে ভুল শুধরাতে, চেষ্টা করি খুব
মিষ্টিমনে ভুল করতে সমাজে দিয়েদি ডুব।
ভুলোমনে ভুলি আমি প্রায় ক্ষণে ক্ষণে,
আমি একা ভুলিনা, ভুলে প্রায় জনে জনে।
আমার এই যে ভোলামন ?
কিজানি কোথায় থাকে সারাক্ষন।।।-
প্রশ্রয়হীন নিজ মনের আস্কারা আজ বিষণ্ন সমুদ্র সৃষ্টির ফল,
তরঙ্গের ওপর তরঙ্গ সাজিয়ে ভুলে কেন গেলি একবার বল্।-
এতো চেষ্টা করেও.......
তোমার কমেন্টবক্সে চোখ পরে সত্যিটা জানার পরেও,,
তোমাকে ঘৃণা করতে পারলাম না কথা বলা বন্ধ করেও।-
ভোলামনের একতারাতে বাঁধা ছিল গান,
সকাল সাঁঝে বেভুল মনে ধরেছিলেম তান।
ভোলানো দিনের গানের কলিতে মন হলো মাতাল,
ভুলে যাওয়া স্মৃতির ঘরে মূর্ছনা তোলে সুরতাল।-
এখন আর ভুল করি না ভুলতে চেষ্টা করার ,
খুব সুখে থাকুক তোমার ঐ ভালোবাসার সংসার।
ভাঙা হৃদয়টা এখন আর নিজের মনের কথা জানেনা,
কাউকে একবার ভালবাসলে, নিজে সরে যাওয়া যায় কিন্তু মনটা বোঝেনা..-