যদি আমি সূর্য হতাম
আমার চুম্বনে ঘুম ভাঙাতাম
যদি আমি মেঘ হতাম
তোমার ছায়াসঙ্গী হয়ে যেতাম
যদি আমার বাতাস হতাম
রোজ তোমায় ছুঁয়ে দেখতাম
যদি আমি বৃষ্টি হতাম
ভালোবাসায় ভিজিয়ে দিতাম
-
ভালো শুধু বেসে যেতে হয়
এই ব্যস্ত শহরে সব কিছুর দামই আকাশ ছোঁয়া..!!
শুধু.... ইমোশন গুলোই বড্ড সস্তা... প্রায় মূল্যহীন..!!-
আমি যাকে আঁকড়ে বাঁচি
সে আমাকে আগলে রাখে,
সহস্র অভিমান ভাঙিয়ে
আমার কাঁধেই মাথা রাখে।-
তোমার বলতে একটা মানুষ থাকুক, আড়ালে-আবদারে আগলে রাখুক
মুখ লুকোনোর একটা বুক থাকুক, ক্ষতের ওপর উষ্ণ ছোঁয়া থাকুক
দীর্ঘ রাতের এক সঙ্গী থাকুক,পাশে রাখার ইচ্ছেরা থাকুক
তোমার বলতে একটা মানুষ থাকুক,নিঝুম রাতে তারা হয়ে নামুক।
-
মুঠো ফোনের দুই পাড়ে
না বলা কথাদের বাতাস বয়..
আজও কি বৃষ্টি স্তব্ধ রয়!
তবে কবে বাঁচব, কবে রইবো
কবেই বা ভাঙ্গাবো,গড়বো ।
-
মনে রেখো প্রিয়
প্রেমে না ভালোবাসায়,
মনে রেখো প্রিয়
অবসরে না ব্যস্ততায়।
মনে রেখো প্রিয়
মিলনে না বিরহে,
মনে রেখো প্রিয়
অতীতে না স্মৃতিতে।-
থাকি এক নক্ষত্রের নিচে
অথচ দূরত্ব এক আলোকবর্ষ
এখন আর বাউন্ডুলে বৃষ্টি এসে হাজির হয় না
পুবের হওয়া আমায় টানে না
তোমার আমার দেখা হয় না। 🙂-