QUOTES ON #ভিক্ষুক

#ভিক্ষুক quotes

Trending | Latest
16 MAY 2020 AT 7:41

▫▪⚜সিহতো মানুহ ⚜▪▫
জহি যোৱা কঙ্কালক সাৰথি কৰি
উদং পেট , খালী ভৰি
নিৰাশা,খঙ্ গালে মুখে সানি
দুবেলা দুমুঠিক জীৱন মানি
এৰা ,জীয়াই আছে সিহতকেইটি
জীয়াই থাকিব লাগে বুলি ।

ৰূপত যেন এজাক বন্যপশু
স্তব্ধ চকু, ৰুক্ষ বুকু
এৰা,
পিছে সিহতো মানুহ

কঙ্ক্ৰীটৰ শেতেলি , শীতৰ নিহালী
ধূলিময় গলি , লোকৰ গালি ।
ফটা কানি , ফুটা কাহি
উদঙ্ বুকু , শুদা ভৰি
যন্ত্ৰণাদগ্ধ বুকু , অশ্ৰুপাহৰা চকু
এৰা ,
পিছে সিহতৰো যে আছে স্বপ্ন এবুকু
এৰা,
পিছে সিহতো মানুহ




-


14 OCT 2020 AT 23:33

একজন ভিক্ষুক কে কেউ
কিছু খারাপ কথা বা
কেউ দু-দশ টাকা দেওয়ার বদলে
প্রশ্নটা এমন হতে পারতো না কি?---
তুমি ভিক্ষা কেনো করো?

-


13 JUN 2018 AT 12:04

সে কিন্তু ভাত খোঁজে
তোমার টাকার গল্পজোটে,
তবুও তুমি ভিক্ষান্ন ভাবো
ঢাকিটার লাল কাপড়ের নীচে।

-


9 JUL 2020 AT 0:01

আমরা ভিখারি...,
প্রকৃতির কাছে নিতান্তই এক ভিক্ষুক আমরা।।

-


11 APR 2020 AT 17:44

তারা ভিক্ষুক নয়
তারা পরিস্থিতির শিকার
সেলফি তুলে তাদের অসম্মান করবেন না..!

-


3 JUL 2019 AT 0:15

এক রাশ অবমাননা,ঘৃণা, অপমান মাখতে মাখতে অজান্তেই কখন হারিয়ে ফেলেছি নিজস্বী।
পরিনত হয়েছি বেবারিশ ভিকীরিতে!
রন্ধ্রে রন্ধ্রে বেজে উঠেছে অত্ম বিবাদের বোবা সুর।
কুরে কুরে খাচ্ছে এক অদৃশ্য যন্ত্রনা।
আর আমি ক্রমশো হয়ে পড়েছি নিঃস্তব্ধ, শান্ত, চুপচাপ....

-


6 FEB 2019 AT 22:43

কাঁদছো কেন ভিক্ষুক দাদু ?
অপমানের ছোবলে হাত পুড়িয়েছো নাকি ?
ভোগবাদীদের ঈশ্বর জানেন গল্পটা ?
হ্যাঁ গো দাদু , আর কেঁদো না ।

দেখো চারিপাশে শুধুই ভিক্ষুক , ভিক্ষা মেগে দিন গুজরান ।
জানো , উচ্চাভিলাসীদের অনুসরণযোগ্য প্রতিমূর্তি তোমরা ,
শুধু তারা কয়েকটি রঙিন জামা গায়ে সাজে ভদ্র ,
আছে রঙিন বদ্ধ কেবিন , মুখ লুকোবার জন্যে ।

আর পার্থক্য ?
- আছে ,
মানসিকতা , চাহিদা আর চাইবার কারুকার্যে ।

-


18 FEB 2021 AT 23:06

রাস্তার উপেক্ষিত কোনে অভুক্ত ভিক্ষুকটির প্রান আসন্ন রাত, জননেতার মৌলিক চাহিদার প্রতিশ্রুতির শব্দ কানে আসছে।

-



ভিক্ষুক
(বাকিটা ক্যাপশনে)











-


23 SEP 2020 AT 10:15

।। ভিক্ষুক ।।

প্রকৃতির কাছে পরাজিত আমরা
নিয়তি হয়েছে বিধ্বংসী আজ,
কর্ম ফলে ভুগছি মোরা
ধরেছি আজ ভিক্ষুকের সাজ।।

-