Souvik Paul   (সৌভিক...)
311 Followers · 94 Following

read more
Joined 22 May 2017


read more
Joined 22 May 2017
6 SEP 2018 AT 18:24

আইনের গণ্ডী পেরিয়ে হাতটা আবার হাতে রেখো,
সমকামী না ওদের আমরা সমপ্রেমী বলতে শেখাবো।

-


1 AUG 2017 AT 23:07

আমি না হয় তোমার শাড়ির কুঁচিটা
প্রতিবার ঠিক করে দেব... কিন্তু বদলে
না না.. এই হামি-টামি চাই না..
তুমি বরং আমার চুলটা একটু
স্পাইক করে দিও...।

-


4 JUN 2017 AT 22:48

দুরত্ব অনেকটাই বেড়েছে, আর হয়তো ফেরাটা সম্ভব না,
নিঃশব্দ রাতকে খান খান করে, ঘুম তাড়ায়...
টিক টিক করে বয়ে চলা ঘড়ির কাঁটাটা ।







-


22 MAY 2017 AT 19:03

রঙিন চশমা

রঙিন চশমা
তোমার চোখে রঙ্গিন চশমা
তাইতো আমায় দেখো আবছা আবছা।
যদি অনুভব করতে হৃদয় দিয়ে
একাকী বেঁচে থাকা দায় ভাঙা মন নিয়ে !! 

সময় বয়ে যায় তোমার অবহেলায়
মণটা নীরবে হয় দগ্ধ স্মৃতির পাতায় ।
তবু গোধূলি ক্ষণে সন্ধ্যা বাতি জ্বালিয়ে
যেন বিশ্বাসের প্রতীক্ষা !! 

তোমার রঙিন দুনিয়ায়
হয়তো আমি একটি অচল পয়সা ,
তাইতো দুটি হৃদয়ের মায়ার বাঁধন
ভুলেছো সহসা !!

-


14 JUL 2019 AT 9:12

কখনো তো হারতেই হয়, নইলে যে জেতার স্বাদ মেলে না,
কিছু স্বপ্নের দৌড় অঙ্কের মতো, মিলে গেলে কেউ মনে রাখে না।

-


18 JUN 2019 AT 19:37

জীবনের ইচ্ছেবিলাসে
তুমি-আমি বড্ড ঘুমকাতুরে।
বেখেয়ালেতে সাজাই শহর,
বৃষ্টি নামাই অচিনপুরে।

-


15 FEB 2019 AT 0:00

মৃতদেহ আগলে রাখার আইনটা যদি দেশে থাকতো,
তোমার কফিনটা ওরা আমার বেডরুমেতেই রাখতো।

-


11 NOV 2018 AT 21:02

আমার আমিটা বড্ড দামী
তোমার কাছে তা মূল্যহীন,
আমার বুকে জমানো কথা
তোমার কাছে যা অর্থহীন।

-


18 SEP 2018 AT 20:20

মেঘের মধ্যে ভাসছে কেমন মনখারাপের রঙ
আকাশ জুড়ে জ্বলছে প্রদীপ ভাল্লাগেনার ঢং

তোমার ফুঁ-এ শান্ত হবে প্রদীপ জ্বালা রাগ
সেই ফুঁ-তেই লুকিয়ে যে মনভালোদের দাগ

দাগ নিয়েছি রাগ সরিয়ে, মনখারাপের ছুটি,
'মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি'।

-


15 SEP 2018 AT 22:45

মন খারাপের রাত গুলোতে মনভালোরা কই,
ভাঙা মনের অন্তরাল ছুঁয়ে কেইবা পাতাবে সই।

-


Fetching Souvik Paul Quotes