মধ্যবিত্তের স্বপ্নভঙ্গ
-
আমি আদিত্য কুমার দাস❤🍀
হুগলি জেলার শিয়াখালায় আমার বাড়ি।
Bcom(hons) প্রথম বর্ষের ছ... read more
যার আশায় আজও তুমি,
বসে আছো অপেক্ষায়।
সে হয়তো মিশেছে দেখো,
অন্য কারোর চাহিদায়।
~আদিত্য-
কয়েকদিন ধরে বেশ inactive আছি এখানে
চিন্তা করবেন না আমি তাড়াতাড়ি নতুন লেখা নিয়ে ফিরবো🙂🙌-
লোকেদের সামনে পড়ে থাকে এরা ভালোমানুষীর সাজ,
সুযোগ বুঝে ছুরি চালানো এদের স্বভাবগত কাজ।
চিনতে যদি ভুল করো তাহলে হবে সর্বনাশ,
ভালোমানুষীর ফাঁদে ফেলিয়ে পরে গলায় পড়াবে ফাঁস।
তাইতো বলি,এড়িয়ে চলো এইসব বিশ্বাসঘাতকদের থেকে,
শত্রুদের থেকেও ভয়ানক এরা, গুঁড়িয়ে দেবে গোটা সমাজকে।
~আদিত্য🖤🌼-
প্রেমে পড়া ভালো
কারোর যদি প্রেমে পড়ে যান তাহলে ওটায় আপনার কোনো দোষ নেই।
এই বয়সে হয় ওসব পরে ঠিক হয়ে যায়।
কিন্তু সেই মানুষ টিকে আপনি যদি ভালোবেসে ফেলেন না।
তখন সেটা ক্যানসারের মতোই আপনার গোটা শরীরে বাসা বাঁধিয়ে ফেলে। শত চেষ্টা করলেও আপনি তাঁকে মন থেকে মোছাতে পারবেন না। হয়তো একদিন চলে যাবে ঠিকই, তবে তাঁর রেশটা ঠিক রেখে যাবে আপনার মনে।
তাই বলি প্রেমে পড়া ভালো, ভালোবাসায় না❤
~আদিত্য🖤-