আঁকা রয়েছে তোমার প্রতিচ্ছবি।
তোমার ঐ মিষ্টি মুখের হাসি
ওটা আমার বড্ড প্রিয়
আমি ভীষণ ভালোবাসি!
সবসময় যেন মনে হয়
তুমি রয়েছ আমার পাশে।
একসাথে কাটানো মুহূর্তগুলো
আজও আমার চোখের সামনে ভাসে!
মুখ ফুটে না বললেও,
জানি, তুমি খুব ভালোবাসো আমায়।
কোনোদিন ছাড়বে না আমার হাত!
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখবো তোমায়
সারাজীবন দিয়ে যাবো তোমার সাথ!
আর আমার অভিমান হলে,
ছেড়ে চলে যেও না !
বুকের মাঝে টেনে নিও আদর করে।
একসাথে রয়ে যাবো তোমায় আমায় মিলে!!
-
💝
যতোবার ভাবি ঘটলো বোধহয়
এবার তবে ইতি,
ততবার আমরা কাছাকাছি আসি,
ভুলে পুরোনো স্মৃতি৷৷-
আমি সত্যি কখনো বুঝতে পারিনি
ভালবাসা তোমার অভিনয় ,
আমার ভালোবাসা মিথ্যে ছিলোনা
সেখানেই মোর পরাজয় ।
মূর্খের সর্গে বাস করি আমি ,আসল
নকল কিছুই বুঝিনি ,
ভালবাসার মুখোশ পরাছিলো তার
কোনোদিনও ভালোবাসেনি ।
সরল মনেতে হেনেছে আঘাত,তবু
তার কাছে হয়নি হীন,
আমি নিঃস্বার্থ ভাবে ভালোবাসলেও
সে,ভালোবাসেনি কোনোদিন ।-
স্বপ্নেরা আজ বড্ড বেইমান,
শুধু তোমায় নিয়ে করে প্রিয় ছলচাতুরি।
তুমি আজ রয়েছো অনেক দূরে -
ভালোবেসে অপেক্ষা ছাড়া কী আর করতে পারি!
যখন প্রিয় ,আমার পাশে থাকো না কোনো একদিন
হারিয়ে যায় মায়ার মোহে, আনন্দেরা দুর্লভ সেরা তমসাবৃত অন্তবিহীন।
তুমি নেই বলে নীল শাড়ি, নীল চুড়ি পরিনা এখন আর ;
তুমি নেই বলে তোমার রেখে যাওয়া নীল ডাইরিটা আজ আপন আমার।-
আচ্ছা ধরো ..........
আমি আজ তোমায় শেষ আজ্ঞার চিঠি দিলাম ,
মৃত্যু পথের হদিস পেয়েছি জানো !...তাও ,কবর -চিতা সাজবার আগে যদি ......
একবার ..শুধু একবার ,মৃত্যুঞ্জয়ী হয়ে বলি .....
ভালোবাসো !!!!....এই মৃত্যু পথেও ভালোবাসো !!....
ধরলাম ,এতদিন অপ্রকাশিত ছিল তোমার নতুন ভাবে আসার চেষ্টা .....
আজ জীবনাবসান হবার আগে ,বলবে একবার !!...
হ্যাঁ .....ভালোবাসি তোমায়, আজও ভালোবাসি ....।
আমি না নয় ...রূপের বহরে মৃত ঘোষণা হয়েছি ,
তাও শরীরের শ্রী'র মৃত্যু হবার আগে শুনবো কি ??.....
হ্যাঁ ,মেঘবালিকা ...তোমার অন্ধকার'কেও ভালোবাসি .....
ভালোবাসি ....ভালোবাসি .......ভালোবাসি ...
প্রেয়সী তোমায় ভালোবাসি...।-
নিশির বিষন্ন মন
বোঝেনি তো প্রিয়জন,
ঘুমহীন কল্পনার বাঁকে
নীরব আঁখি আঁকে,
"তোমাকে"।-
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমার নির্মল বদনের শিশুসুলভ হাসি
ভালোবাসি কাঁচের আড়ালে তোমার ছোট্ট দুটি আঁখি
ভালোবাসি তোমার বলা প্রতিটি শব্দের ধ্বনি
গানের সুরের ছন্দে তুমি গায়কের শিরোমণি
ভালোবাসি তোমার লেখা গল্প-কবিতা
ভালোবাসি তোমার আমার প্রেমের ইতিকথা
ভালোবাসি তোমার আমার প্রতিটি মধুর ক্ষণ
ভালোবাসার মন্দিরে শুধু তোমারই নিমন্ত্রণ
ভালোবাসি তোমার ওই কোঁকড়ানো কালো কেশ
ভালোবাসি তোমায় আমি মহারাজ রূপে বেশ
আমার "আমি" ভালোবাসে তোমার "তুমি"কে
এ মিলন তো পূর্বজন্মের,নয় শুধু ক্ষণিকের
বহুদিন ব্যাপী এই অদেখার পর যখন মিলব দুটিতে
গাইব দুজনে প্রেমের গান মিলনে প্রাপ্ত পরম প্রশান্তিতে-
বসন্ত যখন সারা শরীর ভেজায়,
হাজার রঙের খুনসুটি দিয়ে,
পলাশ তুমি ভালোবাসো জানি,
অল্প প্রেমের আমেজ নিয়ে।
গল্প যদি হয় আবার লেখা,
পলাশ শিমূল সাক্ষী রেখে,
বসন্ত আবার লাগবে মনে,
লালপেড়ে হলুদে তোমায় দেখে।-
আমাদের ভালোবাসাটা কল্পনাতেই থাক না,
তোমাকে কোনোদিনও বুঝতে দেবো না...
আমি তোমাকে কতটা আপন করে নিতাম ভালোবেসে।-
আমার মনের গভীরতায় তোমার বাস।তুমি আছো বলে ই আমি আছি। তুমি নেই তো আমি ও নেই। কিন্তু বাবা মা-র দিকে তাকিয়ে বেচে থাকতে হয় । জীবনে সব কিছু পেয়েছি কিন্তু পাই নি শুধু তোমার ভালোবাসা। এতো কিছুর পর ও তোমার ভালোবাসা পেলাম না।জানি না আর কি কি করলে তোমার ভালোবাসা পাবো আমি । আচ্ছা আমি কি এতোটা ই খারাপ যে আমাকে এতোটুকু ও ভালোবাসা যায় না বলো?? 😔
-