হঠাৎ বৃষ্টি হয়ে ঝরে পরো।।
-
25-8🎂
Music is life 🎵
Student... 📚
তোমায় নিজের করে পেতে চাই।
ভালোবাসতে চাই আমার মতো করে
বোঝাতে চাই আমি কতটা ভালোবাসি তোমায়।-
তোমাকে না পাওয়ার কষ্ট টা গভীর।
সব ভালোবাসার Happy Ending হয়না ঠিক ই,
তবুও তোমার আমার কাটানো মুহূর্ত
আমার কাছে Golden Days হয়ে থেকে যাবে।-
তুমি আমার কাব্যের প্রতিটি ছন্দমালা,
তুমি আমার সময় জুড়ে বেলা অবেলা।-
আগলে তোমায় রাখতে চাই
যেও না শুধু আমায় ছেড়ে
আঁকরে ধরে বাঁচতে চাই
অভিমান আর ভালোবাসায় ঘিরে।।-
রাখতে চাই না তোমায় আমি স্মৃতির পাতায়
তোমায় চাই
স্বপ্নে বাস্তবে আর আমারই পাসে।
-