তোমার নবীন শহরে প্রভাতের আভা ঘুম ভাঙ্গায়;
আমার শহরে আজও স্মৃতির বাস্পীভবন মেঘ জমায়।-
তোমার শহরে আজ জনস্রোত, নতুন বন্ধুরও পুলকে ছুট;
শোকতপ্ত আমার একাকিত্বের শহরে, বন্ধুত্বের বহর তবুও অটুট।-
একটু ব্যাস্ত তাই পারছিনা আর লিখতে...
মাঝে মাঝেই আসছি লেখা পড়তে, গল্প করতে।
আবার ঠিক ফিরবো লেখায় রেখো আমায় মনে,
কষ্ট করে একটু জায়গা দিও ওই হৃদমাঝারের কোণে।-
তুমি আমি বেশ আছি দূরত্বের কারাগারে,,
মনের কথা মনেই থাকে ব্যাস্ততার পরিসরে..-
কতদিন সেই চেনা গলা পাইনি, শোনা হয়নি কলারটিউন !
একই আছে? না বদলেছে? সেদিন ভুলবশতই রিং হলো,
বললো, ব্যস্ত আছে দয়া করে পরে চেষ্টা করুন ।-
তোমায় ভেবে কাঁদছি না আজ
দিব্যি চলছে একলা জীবন
নিজেকে নিয়েই দিন কেটে যায়
বলো তোমার কথা ভাববো কখন?
-
তোমার শহরে বন্ধু বদলায় হাওয়া-বদলের মতো,
আমার শহরে বন্ধু-তালিকায় আদ্যান্তে আজও 'তুমি' অবিরত...-
কাছের মানুষ ঠিক খুঁজে নেয় সময়
আগলে রাখে সকাল থেকে রাত..
বুঝিয়ে দেয় ব্যস্ততা কোন কারণ নয়
শুধুমাত্র এড়ানোর অজুহাত..!-
ক্ষত গুলো আজ নীরবে পুড়ছে,হৃদয়টা হচ্ছে শুধুই কলো,
জানি তুমি আজ অন্যের ঘরে,অনেক খুশির জ্বেলেছো আলো।-
দূরত্ব সব মিটে গেল,
ব্যাস্ত শহর ফিরে এল।
নবদুর্গা যেন সরীসৃপদের কাল,
হাসির চমকে নতুন সকাল।-