ব্যর্থ প্রেমের কবিতা জুড়ে অপেক্ষারত শব্দের মিছিল;
ভারাক্রান্ত মন ছন্দ খোঁজে আনকোরা স্মৃতির ভিড়ে;
বৃষ্টিভেজা চোখের পাতায় মন্দবাসার জমাট ক্ষত;
মাঝ রাতের আত্মকথায় ছদ্মনামই দীর্ঘশ্বাস!
-
প্রেমের শীতে একলা ঘরে ঘনিয়ে এলো ঝড়,
মনের ভেতর মন থাকে না, আর ঘরের ভিতর ঘর,
দুজনের ব্যর্থ প্রেমের এক যুগ হলো পার,
কলম সৈনিক হাঁফিয়ে গেছে, কবিতাও নেই আর।
কষ্ট আছে বুকের ভেতর, খানিকটা ভাগ তার,
প্রেমের সন্ধ্যে নামার আগেই মুখোমুখি আবার।।-
বন্ধুত্ব নাম নিয়ে কত ভালোবাসার সম্পর্ক রোজ এই শহরে হারায়।
কত ব্যর্থ প্রেমের কবিতা আমার পোড়া হৃদয়ে নতুন করে আগুন লাগায়।-
অন্ধকারে অজানা একটা চিৎকার ছিল;
একটা শরীর ছিল ঘাসে।
ব্যর্থ প্রেমিকের দাবী..
প্রেম খুঁজেছিল জীবন্ত এক লাশে।-
আমি হেসে হেসে সকল ব্যাথা সয়ে নিয়েছি,
ব্যর্থ প্রেমের কবিতার মঞ্চ গড়েছি।
এই আমিটা তোমার তরে করেছি সব শেষ,
বিরহী মনের ছন্দ নিয়ে এইতো আছি বেশ।-
আমার নাম হলো একাকিত্ব,
আমি কিছু মানুষের অবসাদের সুখ।
আবার আমি কিছু মানুষের মিত্যুর কারণ।
আমি হলাম একাকিত্ব নীরবতা মৌনতার একমাত্র অবলম্বন।।
-
কত ব্যর্থ কাব্যে, আজও প্রেমিক নায়ক সাজে -
কত ব্যর্থ অভ্যাসে, অপ্রেমিকা আজও ভরসা খোঁজে....-
নতুন করে লাগলে আগুন মনে বাড়ে ভয়,
যে কোনো মুহূর্তে হৃদয়টা হয়ে যেতে পারে ক্ষয়।-
সারা জীবন পাশে থাকার কথা দিয়ে ছিলে,
আর এখন সারা জীবনের জন্যে হারিয়ে গেলে?-