নতুন করে নতুন লিখি,
স্বপ্ন দেখার ফরমানে....
চোখ থেকে চোখ হচ্ছে চুরি,
কার্ফু লাগা এই মনে.....-
🔘 আমি যেটুকু সময় পাই সেটুকুত... read more
জীবনের সুরেলা পরিধি মিলিয়ে বেলাগাম আনন্দ উপভোগ যত;
তবে অজানা থেকে যায় কেন্দ্রে বিন্দুর দগদগে তাজা সেই ক্ষত।-
বুকের মাঝে একটু আধটু দুঃখের জলসা,
দ্বীনের দিন কাটে, নীহারিকা এখন বড্ড খাসা,
হাতঘড়ির কাঁটার টিকটিকে ব্যথার টনটনানি
চোখের কোণে দাঁড়িয়ে ভরাডুবির ভালোবাসা।।-
বৃষ্টি ভেজা সন্ধ্যে বলে মনখারাপি মেঘের দল,
বাষ্পে ভেজা চক্ষু কয় বুকের ভেতর রদবদল।
আকাশ ভাঙা বান ডেকেছে সূর্য কাঁদে মান ভেঙে,
জোছনাও রাখেনি কথা জোনাক জ্বলে সেই গাঙে।-
তুমি এসেছ তাই
মেঘ রাজি এসে পেখম তুলে নেচেছে।
তুমি হেসেছ তাই
ঈশানে রামধনু উঠে আকাশ রাঙিয়েছে।
তুমি বলেছ তাই
আমিও হয়েছি বিধর্মী নাস্তিক প্রেমিক পথের ভিখারী পথিক।-
সব উচ্ছ্বাস থেমে যাবে সময়ে,
মিথ্যে মোহ ত্যাগ হবে অনুনয়ে,
প্রতিভা চাপা পড়েছে বাস্তবের মাটিতে,
তবুও অঙ্কুর প্রকাশনী দুর্বল কুঠিতে।-
তাহলে-
তোমার শরীরের একটু অশান্তি আমায় দিও,
আমিও চুপ, তুমিও চুপ, চুপকথার গল্পটা জমিও।
সময় সংলাপ চক্রবুহ্য, হিসেব নিকেষ ষোলোআনা,
ইন্তেজারে বেবস মন খামখেয়ালীর শামিয়ানা।-
স্বপ্নেরা যেখানে অবলীলায় স্বপ্ন দেখে,
ঘুমিয়ে থেকে কল্পকথারা উপন্যাস লেখে,
মনের ভেতর অস্থিরতা বেড়েই চলে বারংবার,
ভূমিকাতে নেই, অনুচ্ছেদেও নেই, আমাকে নিয়েই তো উপসংহার।-