MN Raj ✍️💖   (রাজ)
430 Followers · 2 Following

read more
Joined 23 January 2020


read more
Joined 23 January 2020
3 JUN 2022 AT 14:32

নতুন করে নতুন লিখি,
স্বপ্ন দেখার ফরমানে....
চোখ থেকে চোখ হচ্ছে চুরি,
কার্ফু লাগা এই মনে.....

-


21 JUN 2021 AT 17:58

সব উচ্ছ্বাস থেমে যাবে সময়ে,
মিথ্যে মোহ ত্যাগ হবে অনুনয়ে,
প্রতিভা চাপা পড়েছে বাস্তবের মাটিতে,
তবুও অঙ্কুর প্রকাশনী দুর্বল কুঠিতে।

-


18 JAN 2021 AT 8:52

তাহলে-
তোমার শরীরের একটু অশান্তি আমায় দিও,
আমিও চুপ, তুমিও চুপ, চুপকথার গল্পটা জমিও।
সময় সংলাপ চক্রবুহ্য, হিসেব নিকেষ ষোলোআনা,
ইন্তেজারে বেবস মন খামখেয়ালীর শামিয়ানা।

-


31 DEC 2020 AT 19:45

সূর্যাস্ত প্রমাণ দেয়,
শেষটাও সুন্দর হয়৷

-


4 DEC 2020 AT 19:40

বেঁচে থাকাটা লড়াই,
মৃত্যুই দৃঢ় বাস্তব......

-


28 NOV 2020 AT 9:15

স্বপ্নেরা যেখানে অবলীলায় স্বপ্ন দেখে,
ঘুমিয়ে থেকে কল্পকথারা উপন্যাস লেখে,
মনের ভেতর অস্থিরতা বেড়েই চলে বারংবার,
ভূমিকাতে নেই, অনুচ্ছেদেও নেই, আমাকে নিয়েই তো উপসংহার।

-


24 NOV 2020 AT 21:01

দেখা হবে একদিন,
কোন গোধূলিতে ঘর ফেরা পাখি, বা সকালে ময়ূরের ডাকে কাঠবেড়ালির চাহনিতে।
নদীর বুকে জড়িয়ে থাকা খড়কুটো যা মাস্তলে লেগে বা তীরে খসে পড়া অনামী তৃণের ফুলে।
রাতের আকাশে মিট মিটে তারার মাঝে টিমটিম জোনাকী রূপে।
হয়তো তোমার বাসরে গোলাপের পাপড়ি হয়ে সুগন্ধি বিছানায়।
নতুবা তোমার দুচোখে স্বপ্ন হয়ে।

-


12 NOV 2020 AT 10:11

ভুলতে বসে চোখের কোণ দগদগে স্যাঁতস্যাতে,
অতীতের দাগ থেকে যায় চেনা অচেনা ভবিষ্যতে।

-


2 NOV 2020 AT 18:54

বিষন্নতায় কবিতায় ফিরি, ক্লান্তিতে বাড়ি;
ভিন্ন স্বাদের ছিন্ন হৃদয় মনের খবরদারি।।

-


15 OCT 2020 AT 19:55

নির্বাক শব্দের মাঝেও অনেক ভাষা লুকিয়ে থাকে,
অনেক ভালোবাসার মাঝেও মন্দথাকার জটলা থাকে।

-


Fetching MN Raj ✍️💖 Quotes