MN Raj ✍️💖   (রাজ)
431 Followers · 2 Following

read more
Joined 23 January 2020


read more
Joined 23 January 2020
3 JUN 2022 AT 14:32

নতুন করে নতুন লিখি,
স্বপ্ন দেখার ফরমানে....
চোখ থেকে চোখ হচ্ছে চুরি,
কার্ফু লাগা এই মনে.....

-


3 OCT 2020 AT 8:33

জীবনের সুরেলা পরিধি মিলিয়ে বেলাগাম আনন্দ উপভোগ যত;
তবে অজানা থেকে যায় কেন্দ্রে বিন্দুর দগদগে তাজা সেই ক্ষত।

-


25 SEP 2020 AT 18:14

বুকের মাঝে একটু আধটু দুঃখের জলসা,
দ্বীনের দিন কাটে, নীহারিকা এখন বড্ড খাসা,
হাতঘড়ির কাঁটার টিকটিকে ব্যথার টনটনানি
চোখের কোণে দাঁড়িয়ে ভরাডুবির ভালোবাসা।।

-


22 SEP 2020 AT 8:29

বৃষ্টি ভেজা সন্ধ্যে বলে মনখারাপি মেঘের দল,
বাষ্পে ভেজা চক্ষু কয় বুকের ভেতর রদবদল।
আকাশ ভাঙা বান ডেকেছে সূর্য কাঁদে মান ভেঙে,
জোছনাও রাখেনি কথা জোনাক জ্বলে সেই গাঙে।

-


17 SEP 2020 AT 11:22

তুমি এসেছ তাই
মেঘ রাজি এসে পেখম তুলে নেচেছে।

তুমি হেসেছ তাই
ঈশানে রামধনু উঠে আকাশ রাঙিয়েছে।

তুমি বলেছ তাই
আমিও হয়েছি বিধর্মী নাস্তিক প্রেমিক পথের ভিখারী পথিক।

-


23 JUL 2020 AT 18:29

তোমার সামনে উপহাস নয়, আফসোস হয়ে দাঁড়াবো একদিন।।

-


4 JUN 2020 AT 8:31

সেই ভোরের জন্মদিনে আবৃত্তি হবে প্রেমের সংলাপ,
শোকগুলো হারিয়ে যাবে যেন ছায়াহীন ছবির আলাপ।
আহত শিশির কণারা ডুব দেবে পড়ন্ত বসন্ত বিকেলে,
পাখিরা কোলাহলে জাগবে শান্ত কুঁজবনে প্রভাতে সকলে।
সেই কচি সূর্যের অভ্যাগমে শিউলী তার সুবাস ছড়াবে,
তুলসী তলার হরিদ্বর্ণ তৃণটি আবার নূতন করে দাঁড়াবে।
বাচ্চা মেয়েটিও ঘুম চোখে দেখবে এক কল্পিত দীপ্তি,
সাড়ম্বর দিনমানে চোখে তার পাওয়া যাবে উমেদের তৃপ্তি।
সেই প্রদোষের সময়কালে সন্তুষ্টিতে গায়বে বিহগেরা গান,
ক্ষেত্রীরা মনের সুখে ফিরবে মাঠ থেকে স্মিত করবে দান।
সেই শশাঙ্কের মন্থনে পান্থ অংশুমালী যাবে তন্দ্রায়,
চন্দ্রসুধায় স্ফুরিত হবে এই সংসার মুগ্ধ নন্দিতায়।
গগণপট আবার জ্বলে উঠবে নভশ্চর দের পুনর্মিলনে,
রাতের খদ্যোতেরা আবার এঁকেবেঁকে উড়বে জনে জনে।
সবাই আবার নিদ্রায় যাবে সাথে করে কত খোয়াব নিয়ে,
স্বপ্ন আবার সত্যি হবে যা খুঁজেছি আমরা হন্যি হয়ে।।

-


21 JUN 2021 AT 17:58

সব উচ্ছ্বাস থেমে যাবে সময়ে,
মিথ্যে মোহ ত্যাগ হবে অনুনয়ে,
প্রতিভা চাপা পড়েছে বাস্তবের মাটিতে,
তবুও অঙ্কুর প্রকাশনী দুর্বল কুঠিতে।

-


18 JAN 2021 AT 8:52

তাহলে-
তোমার শরীরের একটু অশান্তি আমায় দিও,
আমিও চুপ, তুমিও চুপ, চুপকথার গল্পটা জমিও।
সময় সংলাপ চক্রবুহ্য, হিসেব নিকেষ ষোলোআনা,
ইন্তেজারে বেবস মন খামখেয়ালীর শামিয়ানা।

-


31 DEC 2020 AT 19:45

সূর্যাস্ত প্রমাণ দেয়,
শেষটাও সুন্দর হয়৷

-


Fetching MN Raj ✍️💖 Quotes