নতুন করে নতুন লিখি,
স্বপ্ন দেখার ফরমানে....
চোখ থেকে চোখ হচ্ছে চুরি,
কার্ফু লাগা এই মনে.....-
🔘 আমি যেটুকু সময় পাই সেটুকুত... read more
জীবনের সুরেলা পরিধি মিলিয়ে বেলাগাম আনন্দ উপভোগ যত;
তবে অজানা থেকে যায় কেন্দ্রে বিন্দুর দগদগে তাজা সেই ক্ষত।-
বুকের মাঝে একটু আধটু দুঃখের জলসা,
দ্বীনের দিন কাটে, নীহারিকা এখন বড্ড খাসা,
হাতঘড়ির কাঁটার টিকটিকে ব্যথার টনটনানি
চোখের কোণে দাঁড়িয়ে ভরাডুবির ভালোবাসা।।-
বৃষ্টি ভেজা সন্ধ্যে বলে মনখারাপি মেঘের দল,
বাষ্পে ভেজা চক্ষু কয় বুকের ভেতর রদবদল।
আকাশ ভাঙা বান ডেকেছে সূর্য কাঁদে মান ভেঙে,
জোছনাও রাখেনি কথা জোনাক জ্বলে সেই গাঙে।-
তুমি এসেছ তাই
মেঘ রাজি এসে পেখম তুলে নেচেছে।
তুমি হেসেছ তাই
ঈশানে রামধনু উঠে আকাশ রাঙিয়েছে।
তুমি বলেছ তাই
আমিও হয়েছি বিধর্মী নাস্তিক প্রেমিক পথের ভিখারী পথিক।-
সেই ভোরের জন্মদিনে আবৃত্তি হবে প্রেমের সংলাপ,
শোকগুলো হারিয়ে যাবে যেন ছায়াহীন ছবির আলাপ।
আহত শিশির কণারা ডুব দেবে পড়ন্ত বসন্ত বিকেলে,
পাখিরা কোলাহলে জাগবে শান্ত কুঁজবনে প্রভাতে সকলে।
সেই কচি সূর্যের অভ্যাগমে শিউলী তার সুবাস ছড়াবে,
তুলসী তলার হরিদ্বর্ণ তৃণটি আবার নূতন করে দাঁড়াবে।
বাচ্চা মেয়েটিও ঘুম চোখে দেখবে এক কল্পিত দীপ্তি,
সাড়ম্বর দিনমানে চোখে তার পাওয়া যাবে উমেদের তৃপ্তি।
সেই প্রদোষের সময়কালে সন্তুষ্টিতে গায়বে বিহগেরা গান,
ক্ষেত্রীরা মনের সুখে ফিরবে মাঠ থেকে স্মিত করবে দান।
সেই শশাঙ্কের মন্থনে পান্থ অংশুমালী যাবে তন্দ্রায়,
চন্দ্রসুধায় স্ফুরিত হবে এই সংসার মুগ্ধ নন্দিতায়।
গগণপট আবার জ্বলে উঠবে নভশ্চর দের পুনর্মিলনে,
রাতের খদ্যোতেরা আবার এঁকেবেঁকে উড়বে জনে জনে।
সবাই আবার নিদ্রায় যাবে সাথে করে কত খোয়াব নিয়ে,
স্বপ্ন আবার সত্যি হবে যা খুঁজেছি আমরা হন্যি হয়ে।।-
সব উচ্ছ্বাস থেমে যাবে সময়ে,
মিথ্যে মোহ ত্যাগ হবে অনুনয়ে,
প্রতিভা চাপা পড়েছে বাস্তবের মাটিতে,
তবুও অঙ্কুর প্রকাশনী দুর্বল কুঠিতে।-
তাহলে-
তোমার শরীরের একটু অশান্তি আমায় দিও,
আমিও চুপ, তুমিও চুপ, চুপকথার গল্পটা জমিও।
সময় সংলাপ চক্রবুহ্য, হিসেব নিকেষ ষোলোআনা,
ইন্তেজারে বেবস মন খামখেয়ালীর শামিয়ানা।-