নিঃশব্দে ফিরে গেছে বৃষ্টি,ভিজেছে শরীর,
সোঁদা গন্ধে নীলচে বাতাস,ঠোঁটের ফাঁকে গভীর;-
Puja Ghosh
(Puja Ghosh)
4.4k Followers · 7 Following
Joined 12 September 2019
3 JUL 2020 AT 15:21
17 SEP 2020 AT 11:28
কতদিন লিখিনি কবিতা,পেরিয়েছে সময়,
অপেক্ষা আর অবহেলাতে,শব্দরাও নিখোঁজ হয়;
-
17 SEP 2020 AT 10:22
গুছিয়ে নিয়েছি নিজের জীবন,পিছুহাঁটা বারণ,
সময় তো আর থেমে থাকে না,এটাই হয়তো কারণ;-
29 AUG 2020 AT 12:40
মুছে গেছে সব স্মৃতি বুকভরা শূন্যতা,
কপালের ভাঁজে লেগে ফেলে আসা ব্যর্থতা;-
24 AUG 2020 AT 14:58
চোখের পাতায় জমানো দুঃখ,
এলোমেলো ভাবনার অভিমান,
সময় তো এগিয়ে চলে নিজের মত
পড়ে থাকে শুধু পিছুটান;-
25 JUL 2020 AT 14:54
আসা থেকে যাওয়ার মাঝে পড়ে থাকে কিছু অগোছালো মুহূর্ত,
ঠোঁটের ফাঁকে প্রেম জমিয়েও বিকেল গুলোও ক্লান্ত;
-
20 JUL 2020 AT 16:24
অভিমানী বৃষ্টি মেখে ভিজছে শরীর কাঁদছে মন,
মেঘলা বিকেল দমকা বাতাস,শহরজুড়ে ঝরছে শ্রাবণ;-