Sonali Debnath   (Sonali Debnath (sruti ))
264 Followers · 41 Following

nirashadebnath4344@gmail.com
Joined 12 October 2019


nirashadebnath4344@gmail.com
Joined 12 October 2019
8 FEB AT 10:45

ভালোবাসি একটি ছোট শব্দ,
তোমাকে বলতে চেয়েছি বারবার..
তবুও বলা হয়ে উঠেনি!
তুমি হয়তো বুঝেও বোঝনি,
আমি চেয়েও পারিনি বোঝাতে।
তোমার বলার ঝলে..
ভালোবাসার প্রকাশ ঘটলেও,
সেই ভালোবাসাটা আমার জন্য ছিলনা।
আমিও তাই ভালোবাসাকে বন্ধুত্বের নাম দিয়ে,
বন্ধুত্বটাকেই আগলে রাখতে চাই আজীবন।

-


7 FEB AT 18:29

হলদে পাতার গায়ে, লেগে আছে ....
শুকিয়ে যাওয়া গোলাপের চিহ্ন!
ভালোবাসার সাথে পাপড়িরা পচে গেলেও,
রয়ে গেছে তীক্ষ্ণ কাঁটা আর তিক্ত কিছু ক্ষত।।

-


21 JAN AT 11:59

আজ‌ও খুঁজে সেই প্রশ্নের উত্তর...
যেই ছন্দের সুতোয় বুনেছে মালা,
তা কি শুধুই কল্পনা নাকি বাস্তব ?
শব্দেরাও জানেনা, বোঝেনা তার অর্থ...
যেই ভাবানার অন্তরালে তার বহিঃপ্রকাশ,
সেই ভাবনা কি কবির একান্ত নিজস্ব?
একমাত্র কবিই কি জানে...
নাকি তাতেও আছে কোন সংশয়,
তাঁর লেখা কবিতা কতটা সত্য আর জীবন্ত!

-


21 JAN AT 10:55

ঝাঁটা (অণুগল্প)
______________
সকাল সাড়ে ছয়টা হবে, তনুজা দেবী প্রতিদিন মতোই নিজের দৌড় অভ্যাস শেষ করে বাড়ি ফিরছে, এমন সময় দেখে বনিকদের রামু নামের চাকরটা বাড়ির গেটের সামনেটা ঝাড়ু দিয়ে ঝাঁটাটা বাঁ দিকে গাড়ীর ঘরের কোণে ছুঁড়ে রাখলো।
ঝাঁটাটি ওইভাবে রাখতে দেখে তনুজা দেবীর মনে খুবই কষ্ট হলো। তিনি ঝাঁটাটির সামনে গিয়ে দেখলেন, ঝাঁটাটির কয়েকটা কাঠি ভেঙে সামনেই পড়ে আছে। তিনি ঝাঁটা তুলে আলগা করে দাঁড় করিয়ে বললেন - "তুই যদি আজ ঝাঁটা না হয়ে কোন দামী মূল্যবান জিনিস হতিস, তাহলে এই সমাজে তোর অনেক সম্মান আর দাম থাকতো। কিন্তু, তুই হয়েছিস গিয়ে এক সামান্য ঝাঁটা... তোর আবার সম্মান কিসের! তোর অবস্থা ওই মধ্যবিত্ত পরিবারের পুরুষটির মতো। তিনিও যতক্ষণ পর্যন্ত সংসারে খাটতে পারে, সকলের চাহিদা পূরণ করতে পারে, ততক্ষণই তার পরিবারের লোকজনের কাছে আদর।"

-


5 DEC 2023 AT 23:01

Animal মুভি দেখার আগে যা ভেবেছিলাম...
আর দেখার পর যেই অবস্থায় বাড়ী ফিরালাম

-


5 DEC 2023 AT 20:00

প্রথম প্রেমের শুরুতে ....
দুজনেই ভিজেছিলাম,অসময়ের বৃষ্টিতে।
দুজনের চোখেই ছিল একরাশ স্বপ্ন,
গঙ্গার ঘাটে একটু একটু করে ...
কল্পনারা পেয়েছিল বাস্তবতার ছোঁয়া।

এখন রাতের গভীরে বালিশ ভেজে,
চোখের কোণে আসা.. অসময়ের বৃষ্টিতে।
দুজনের মনেই বিরহের আগুন জ্বলে,
হঠাৎ করে কোন এক খারাপের দিনে..
অজান্তেই মন দুজন দুজনকে খোঁজে।

-


5 DEC 2023 AT 18:16

আমি বিষাদের বিষ নিঃশব্দে ভক্ষণ করেছি,
আমি বিরহের আগুনে জলন্ত পতঙ্গের মত ছটফট্ করেছি,
তবুও অপেক্ষা করছি ...
তুমি আসবে বলে!

-


3 DEC 2023 AT 22:19

আমাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়েছে বহুদিন,
দূরত্ব বেড়েছে ক্রমশঃ!
এখন তুমি তোমার শহরে বেজায় খুশি,
আমিও আমার শহরে ব্যস্ত ভীষণ।
তবুও ব্যস্ততার রেশ কাটিয়ে...
মাঝে মাঝেই তোমার স্মৃতিরা হাঁক তুলে।
কষ্ট হয়, তবুও মনকে বোঝাই..
হয়তো,
আমার অভিমানগুলো বড্ড বেশি একঘেয়ে ছিল!
তাইতো সহজেই পেরেছ আমাকে ভুলে যেতে।
খুব বেশি সময় লাগেনি,
ভালোবাসার চিহ্নগুলো মুছে ফেলতে।
ভালোই হয়েছে, তুমি ভালো থেকো এইটুকুই ‌।
আমার তো আর চাওয়া পাওয়া বলে কিছু নেই,
যতটুকু ছিল, তোমাকে ঘিরেই ছিল।
আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম?
শুধু দু-মিনিট সময় ছাড়া,
তুমি তাতেও অপারগ!
তাইতো আমার অভিযোগগুলো কখনো তোমাকে ভাবায়নি,
সব শেষে আমিও দূরত্বেকে শ্রেয় মনে করেছি!

-


27 NOV 2023 AT 19:43

কত অচেনা মানুষ মুহূর্তেই আপন‌ হয়ে যায়,
কত আপন মানুষ নিমেষেই পর হয়ে যায় .....
শুধু মাত্র তাঁর জিহ্বার কল্লোলে।।

-


20 NOV 2023 AT 17:54

কত মানুষ, কত ভাবে আসে আর যায় ....
কেউ পাশে থাকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যায়।
কেউ আবার দূর থেকেও আজীবন ভালোবাসে যায়।

-


Fetching Sonali Debnath Quotes