QUOTES ON #বিরক্ত

#বিরক্ত quotes

Trending | Latest
25 FEB 2020 AT 15:53

আজকাল সবার কথা শুনে মনে হয় তাদের বড় বিরক্ত করি....
কি করে কাউকে বোঝাবো যে কি ভাবে আমি প্রতি রাতে গুমরে মরি,
আচ্ছা তাই একে একে আমায় করে দাও পর....
আমার সঙ্গী হোক কলমের বিরহের জ্বর...
শুধু বলে দাও আমায় কি দোষ আমার???....
তাহলে এই ভুল আর করবো না বারবার......
হয়েছি আজ আমি বিরক্তির কারণ সবার,
তাই চললাম আমি একাকীত্বের শহরে আবার..
আমায় তোমরা যারা অবহেলা দিলে তারা পিছু ডেকো না আর....... ডেকো না আর...

-



তুমি রক্ষা করতে পারবে
লড়াই নয়, ভালোবেসে....
তোমার হাজার কাজের ব্যস্ততা
মধ্যে বিরক্ত না হয়ে পারবে ভালোবাসতে!

সব মান অভিমান ভুলে,
জড়িয়ে নিতে পারবে
তুমি বিদ্রুপ করবে আমাকে,
নাকি দূরে সরিয়ে দেবে...?

আমার শিরা উপশিরা,স্নায়ুতন্ত্র আর মস্তিষ্ক তোমাকে
যদি,গেঁথে নেয়; সযত্নে লালন করে!
তুমি কি করবে বিরক্ত প্রকাশ ??

যদি ছাড়তে চাও,ছেড়ে যেও করবো না বারণ...
তবে,আমার শরীর যে দিন ছেড়ে যাবে আকাশে
সেদিন না হয় চলে যেও তুমি!
তবুও, আমার আত্মা তোমায় ধরে রাখবে…..
তখন তুমি কি করবে বিরক্ত প্রকাশ ??

-


7 AUG 2021 AT 10:31

আমি গান ধরি বিরহের। সাথে কিউমুলোনিম্বাসের এক ভয়ার্ত মন্দ্র বেজে ওঠে।
আমার গানে তাল দিতে যেন ছুটে আসে। গানে কোনও গর্জন নেই। তবুও সুর সপ্তমে যায়। বারবার হারায়। বারবার স্মরণ করায়, বিরহ হতে যেন প্রস্থান না করি।
ইহাই আমায় শোভা পায় যেন। ইহাই আমার শয্যাস্থান।

কারোর ককলিয়ায় এ সহ্য হবার নয়। এতে ভালোবাসা নেই। মুগ্ধতা নেই।
"তবে উঠে যাও। তোমাদের ভালোলাগানোর দায় কি আমার??"
আমি এবার গর্জে উঠি যেন।
"কখনও এসেছো সঞ্চারী হয়ে তোমার বরাভয়ের হাতটা এগিয়ে দিতে ? আসোনি যখন বেরিয়ে যাও এখান থেকে। আমি শুধু আমিই এই বিরহের হকদার ।"

মাটি ফুঁড়ে যেন বেদনার লাভা তার তপ্ত স্রোত বইয়ে দেয় যতদূর পারে।
ততক্ষণে আমি মৃত্যুচেতনার পরবর্তী দশায় পৌঁছেছি।

-


17 JUL 2020 AT 20:58

মন কেমন করে
জানি আছে ও ,ফোনের ওপারে
বিরক্ত হবে ভেবে, ফোন করতে
ভয় করে 😔

-


11 DEC 2017 AT 19:33

প্রাক্তনকে মুক্তি দাও...
অাগামিকে দাও শক্তি...
ভগবানকে ভক্তি দাও না দাও...
girl friend কে দাও বিরক্তি।।
😁😁😁😜😜😜

-


25 AUG 2019 AT 1:08

বলেই দিলে বিরক্ত করে আমার পাঠানো বার্তা
আমিও আর কত সহ্য করব তোমার অবহেলার মাত্রা।

-


5 JUN 2020 AT 11:47

যে নিশ্চিন্তে শান্তিতে আছে, তাকে তোমার মতামতে দ্বারা পরিচালিত করার চেষ্টা কোরোনা,তার শান্তিতে বিঘ্ন ঘটিওনা।

-



ঝিনুকের মধ্যে মুক্ত বন্দী থাকে যেইভাবে
আমরাও গৃহবন্দী ঠিক সেইভাবেই,

যেদিন বাহিরে প্রকাশ হবো
জীবনকে নতুন করে পাবো,

অত আর ভাবি নাকো চলুক এভাবেই যতো
আছে বাকি 19 টা দিনরাত অবিরত.......ll

-


5 NOV 2020 AT 11:11

যে বিরক্ত,
তার জন্য দরজায় তালা নেই।।

-



আগে অনেক লাইক আসতো
সাথে ভালোবাসাও তবে এখন আর কিছু আসেনা
তাই লেখার উৎসাহ টাও আর নেই মারা গেছে নিস্তেজ হয়ে.
তারপর তো লেগেই আছে ফলো আনফলো
মাথার দিব্যি কাউকে দিনি লাইক না করলে অসুবিধা নেই কিন্তু লাইক দিয়ে তুলে নাও আবার দাও এই করতে থাকো পোশায় না..

-