থাক!
যখন সারাজীবনের গল্প এক নিমিষে শেষ,
তখন আর স্বপ্ন দেখে কী হবে?-
❤️♣️
অর্পি রায়।Arpi. / (পরী) / (Aropi Roy)
কিছু... read more
সব্বাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা।
বাংলা নববর্ষ উদযাপন জন্য অনুদান দিচ্ছে সরকার।
আমি বন্ধু কে জিজ্ঞাসা করলাম!
তোদের নাম্বার সরকার জানে কি ভাবে?
আরে আমাদের তো "Gemini" আছে।-
যাক না কেটে সম্পর্ক,
করুক না নিন্দা
তবুও, সংযোগ টা রাখতে হয়,,
হোক না সে অপরিচিত...-
সব সম্পর্কের ফাটল ধরে।
তবে যার মধ্যে বিশ্বাস অটুট।
সেখানে অবিশ্বাসের ছুঁয়া ছুঁতে পারে না।।-
আমি কিন্তু দেবী নই, তবে ধুলো ভেবোনা।
পূজা করে না আমায়, তবে ধুলোবালি ভেবে উড়িয়ে দিও না।
করোনা হেলা, রাখিবো অন্তরে অন্তরে।
তবো ধুলো হলেও উড়বো আকাশের বক্ষ যুগল।।
-
অনেক অনেক
সত্ত, মান-অভিমান,
অসময়ের আগন্তুক,
সময় সুযোগ বুঝে আঘাত দিয়ে কথা বলা...
এর নাম হলো একসাথে চলার অঙ্গীকার।
তবে ব্যক্তিগত দিক থেকে নিজের মতন চলাই ভালো।।
-
ওরে আমার বেদুঈন মন
তোরে আমি বাঁধিবো কী করে
কেমন করে তোর মন টা যে চাই
দূরে ঐ আকাশ ছুঁয়ে তোর স্বাদ ঘোচায়।
আরে গোপনে গোপনে মন ছুঁয়ে যায় তোকে
মুঠো মুঠো রোদ্দুর হাসির অজুহাতে ছুঁয়ে যায়
তুই যে কথা রাখেনি।
তাবে তা কি করে হয়!
-