মণি....🖤 নীরব.....Arpi   (✍️ PD®©)
220 Followers · 23 Following

read more
Joined 26 May 2021


read more
Joined 26 May 2021

আমি যে বছর প্রথম প্রেমে পড়ালাম
সেই গোটা বছরটাই আমর জন্য বসন্ত হয়ে গেলো
আমি ফুল তুলাম ঘ্রাণ নিলাম
ফুলের এমন রূপ পেয়ে তাকে খুব‌‌‌ কাছ থেকে ছুঁয়ে দিলাম।
এরপর সেই গোটা বছর যেতে না যেতেই তুমুল বর্ষা
সেই বর্ষণ আজও থামেনি
সব কিছু ভেঙেচুরে গেছে
আমি কেবল বাঁধনটা বাচাঁনোর চেষ্টা করে যাচ্ছি ক্রমশ
সম্বল বলতে সেই ফুল
বসন্ত সেসব কিছুই নেই
একটা ঘর আছে কেবল
সেখানে আমি ছাড়া আর কেউ নেই।


-



আমার আর কোন শখ নেই
আমার শখের সবকিছু বলতে একমাত্র তুমিই ছিলে
অথচ দ্যাখো,
তুমিও কথায় কথায় হারিয়ে গেলে
তবুও বলি অন্তর থেকে তুমি সুখী হও

-



শুধুই একটা ভুল ধারণা,
সব কিছু তো একদিন ঠিক হয়ে যাবে।
আসলে কোনো কিছুই ঠিক হয় না,
শুধু অভ্যাস করে নিতে হয়।

-



আমার কোনো বন্ধু নেই
তবুও
যায় কাছে আমি নিজেকে
ভেঙ্গেচুরে পায়সার মতো
জমা রাখতে পারি।

-



ঠিকানা দিও,কি করে?
আমি তো কারো হতে পারিনি
চেয়ে ছি খুব, কিন্তু পারিনি
প্রতিটি সস্পর্কের ইতি আমি একা,
তবে অভিনয় নয়।
সত্যিই আমি কেউ ছিলামনা কারো জন্য?

আমি পাশে থেকেছি পরোক্ষভাবে,
তবুও কাউকে কখনো নিজের বলতে পারিনি।
সবাই যার যার মতো করে চেয়েছে,
আর আমি শুধু দিয়েছি নিজের ভেতরটা।

চাওয়া পাওয়ার হিসাব কখনোই মেলেনি,
তবুও আজ প্রশ্ন করি না, শুধুই ভাবি।
ভালোবাসা কী সত্যিই আমার জন্য ছিল?
কারো হতে পারিনি, কি করে ঠিকানা?

-



খুঁজছো কাকে?

বুঝবে কি কেউ?

সামলে রাখো নিজেকে.....
যখন কোনো আঘাত পাবে,
নিজেই নিজের বন্ধু হবে।

-



"একেমন অনুষ্ঠিত কষ্ট সর্বদা মন কুঞ্জে"

-



অথচ আমি একদিন ভেবেছিলাম
সে হয়তো আমাকে প্রচন্ড রকমের বিশ্বাস করে।

আমি একটা সময় ভেবেছিলাম
তার বিশ্বাস ছিল নিঃস্বার্থ গভীরভাবে।

তার প্রতিটি হাসি, প্রতিটি কথা মনে গেঁথে
আমাকে এক অদ্ভুত প্রশান্তি দিতো।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম
হয়তো এই অনুভূতি গুলো শুধু আমার দিকে থেকে ছিল।

আমিই ভেবেছিলাম
তার কাছে আমি পৃথিবীর সবচেয়ে দামী বন্ধন
কিন্তু বাস্তবতা কঠিন এবং নির্মম কষ্টের।

এখনই ভাঙা স্বপ্ন আর স্মৃতি বিজড়িত নিয়ে একা হাঁটি।

আর যদি একতরফা হয় সেই বন্ধন,
তাহলে সেটি শুধু বেদনাই আনে...

-



আমার যাকে সবচেয়ে বেশি দরকার ছিল,
সে আমাকে শিখিয়েছে....
আমার করো প্রয়োজন নেই।

-



যদি বলো সময় মতো পৌঁছায়নি বার্তা।
তাই তোমার দ্বারে বৃষ্টি লিখে কী হবে।
যখন তাজা তাজা প্রাণ গুলো পুড়ে হলো ছারখার।
তখনও লিখেছিলাম তোমায়
শত শত চোখে জলে লেভেনি আগুন
আষ্ঠেপৃষ্ঠে অগ্নি শিখা।
যখন বৃষ্টি বৃষ্টি তখনই সবই নিঃস্ব
এখন শুধু হাহাকার

-


Fetching মণি....🖤 নীরব.....Arpi Quotes