আমি তো কেবল এক ক্ষুদ্র ধূলিকণা,
অস্তিত্বের ভারহীন কণামাত্র।
আমার চলে যাওয়া এই বিশাল জগতে
এক মুহূর্তেরও কম্পন আনবে না।
মানুষ হাসবে, কাঁদবে, ভালোবাসবে,
উৎসব হবে, আলোকসজ্জায় ভরে উঠবে নগরী।
সবকিছুই চলবে ঠিক যেমন চলছে,
শুধু আমি সেখানে থাকবো না।
আমার অনুভূতিগুলো নিঃশব্দে গলে যাবে শূন্যতায়,
যেমন অদৃশ্য শিশির হারিয়ে যায় সকালের রোদে।
আমি মিলিয়ে যাবো অনন্ত আকাশের অতলে,
আর পৃথিবী তার মতোই থেকে যাবে
অচঞ্চল, অদম্য, নির্লিপ্ত।-
❤️♣️
অর্পি রায়।Arpi. / (পরী) / (Aropi Roy)
কিছু... read more
সবুজ সতেজ হলে হুমড়ি খেয়ে পড়ে...
শোনে না কেউই ব্যাথা গল্প।
চাওয়া পাওয়া নেই শুধুই সতেজ, সুঘ্রান
মরার পরেও শকুনি চক্ষু হোক না পাচা-গলা অংশ।
খুবই কাছাকাছি গিয়ে বুঝতে পারি,
সে আসলেই দূর থেকে সুন্দর।
কচি কচি নরম সবুজের সতেজ পাওয়া অনুভূতিতে
কেনো জানতে হবে ব্যাথা গল্প।
শুধু কথার ছলে কাছের পরিচয়
হয় তো কথায় কথায় সতেজ সবুজের শেষ পরায়ণ।।-
পথেই রয়ে গেল
ঘর পর্যন্ত পৌঁছালো না।
সে যে মরণ অসুখ পিয়ন মাস্টারের
কেবা জানত পথের খবর পথেই রয়ে যাবে।-
তোমায় আর খুঁজি না।
কারণ
সেই দিনের সেই কটু কথা গুলো বড্ডো কান কামড়া।-
কিছু মানুষ মায়া বাড়িয়ে দূরত্ব খোঁজে
সে কী আর মায়ার মর্ম বোঝে?-
তোমাকে একজন পেয়েছে মানে...
আরেকজন কি বীভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে।-
আমি যে বছর প্রথম প্রেমে পড়ালাম
সেই গোটা বছরটাই আমর জন্য বসন্ত হয়ে গেলো
আমি ফুল তুলাম ঘ্রাণ নিলাম
ফুলের এমন রূপ পেয়ে তাকে খুব কাছ থেকে ছুঁয়ে দিলাম।
এরপর সেই গোটা বছর যেতে না যেতেই তুমুল বর্ষা
সেই বর্ষণ আজও থামেনি
সব কিছু ভেঙেচুরে গেছে
আমি কেবল বাঁধনটা বাচাঁনোর চেষ্টা করে যাচ্ছি ক্রমশ
সম্বল বলতে সেই ফুল
বসন্ত সেসব কিছুই নেই
একটা ঘর আছে কেবল
সেখানে আমি ছাড়া আর কেউ নেই।
-