নীরবতা যখন কথা বলে তখন শব্দ একদম চুপ করে যায়😊😊😊
-
Karabi Nag Mukherjee
179 Followers · 30 Following
Joined 6 February 2019
22 NOV 2021 AT 0:34
অপমান করতে যোগ্যতা লাগেনা.... কিন্তু সম্মান করতে প্রকৃত শিক্ষা লাগে😊😊
-
7 NOV 2021 AT 22:36
রোজনামচার সকল সুখ-দুঃখ
দ্বিধা-দ্বন্দ্বও আছে অল্প-স্বল্প,
কাটুক না সবার দিনগুলো হেসে খেলে
শেষে গিয়ে তো হবে সবই গল্প।-
4 NOV 2021 AT 22:09
তর্কের চেয়ে নীরবতা শ্রেয়..........
আর প্রতিশোধের চেয়ে পরিবর্তনের মূল্য অনেক বেশি 😊😊😊😊😊😊-
2 NOV 2021 AT 22:54
লেখা চাই জীবনের খাতাতে
কর্ম ও ধর্মই হোক অক্ষর,
আঁকা চাই জগতের পাতাতে
উজ্জ্বল মানবতা সুন্দর।-
1 NOV 2021 AT 23:37
নিজের জন্য বাঁচতে শেখো
কেউই চিরজীবন আপন নয়,
সবার মাঝে থেকেও মানুষ
কি ভীষণ একলা হয়।-
9 SEP 2021 AT 22:16
কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশ কেড়ে নিয়ে যায়।
-